Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বড়দিনের বড় উপহার পর্যটকদের জন্য, আগামিকাল থেকেই দার্জিলিংয়ে চলবে টয় ট্রেন

দার্জিলিং: দীর্ঘদিন বন্ধ থাকার পর দার্জিলিংয়ে ফের চালু হতে চলেছে ট্রয় ট্রেন। আজ এ কথা নিজেই টুইট করে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। করোনার কারণে গত মার্চ থেকে দার্জিলিংয়ে ট্রয় ট্রেন…

Avatar

দার্জিলিং: দীর্ঘদিন বন্ধ থাকার পর দার্জিলিংয়ে ফের চালু হতে চলেছে ট্রয় ট্রেন। আজ এ কথা নিজেই টুইট করে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। করোনার কারণে গত মার্চ থেকে দার্জিলিংয়ে ট্রয় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ ছিল পর্যটকদের আনাগোনাও।পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই পাহাড়ে ফের দেখা মিলতে শুরু করেছে পর্যটকদের। ফলে চালু হতে চলেছে এখানে ছুটে আসা পর্যটকদের মূল আকর্ষণ টয় ট্রেন। দীর্ঘ প্রায় ৮ মাস পর পাহাড়ে ফের চালু হতে চলেছে টয় ট্রেন। ডিসেম্বরের শুরুতেই দার্জিলিং হিমালয়ান রেল টয় ট্রেনের ট্রায়াল রান সেরে নিয়েছিল।২৫ ডিসেম্বর, বড়দিনে বড় খবর পেলেন দার্জিলিং বেড়াতে আসা পর্যটকরা। ফের ঐতিহ্যবাহী টয় ট্রেনের চড়ে পাহাড়ে ভ্রমণের মজা উপভোগ করতে পারবেন তাঁরা। এর চেয়ে ভাল বড়দিনের উপহার আর কী হয় বলুন তো? তাই স্বাভাবিকভাবেই পর্যটকদের মুখে হাসি ফুটেছে।
About Author