Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলকাতায় জরুরি অবতরণ CJI-এর বিমানের

কলকাতা: যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ একটি বিমানের। ওই বিমানে ছিলেন দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে। তিনি-সহ সব যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। বিমানবন্দর ও পুলিশ…

Avatar

কলকাতা: যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ একটি বিমানের। ওই বিমানে ছিলেন দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে। তিনি-সহ সব যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।

বিমানবন্দর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধেয় ওই বিমানটি কলকাতা থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল। যান্ত্রিক গোলমালের জেরে সেটি যাত্রা শুরুর খানিক বাদেই ফিরে আসে কলকাতায়।সেটি এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছিল। এদিন সন্ধে বেলার ঘটনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও জানা গিয়েছে, এদিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে সেই বিমানটি দমদম বিমানবন্দর থেকে উড়ান শুরু করে। সেটি হায়দরাবাদ দিকে যাচ্ছিল। এয়ার ইন্ডিয়ার ওই বিমানে ছিলেন মোট ১৪৬ জন যাত্রী। তবে উড়ান শুরু কিছুক্ষণের মধ্যেই বিমানচালক যান্ত্রিক ত্রুটির বিষয়টি লক্ষ্য করেন। এবং তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ত্রল (এটিসি)-র সঙ্গে। তিনি তাদেরকে বিষয়টি জানান। এবং অবতরণের কথাও জানান।

বিমানচালকের আবেদন মেনে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। আর তারপরই সেটি কলকাতায় বিমানটি ফিরে আসে ৭ টা ৩৭ মিনিটে। তবে কোনও অসুবিধা হয়নি। সবাই সুস্থ রয়েছেন। বিমানের সব যাত্রীই নিরাপদে রয়েছেন। দেশের প্রধান বিচারপতি তাঁর সফর বাতিল করেছেন। আপাতত তিনি কলকাতাতেই রয়েছেন বলে জানা গিয়েছে। কলকাতার একটি হোটেলে তাঁর জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। এবং বাকি যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সব যাত্রী নিরাপদে রয়েছে। তবে পরে তাঁদের জন্য বিমানের ব্যবস্থা করা হয়েছে।

আরও জানা গিয়েছে, বেশির ভাগ যাত্রীই এদিন রাতে চলে গিয়েছেন। তাঁদের জন্য বিমানের ব্যবস্থা করা হয়েছিল। ওই যাত্রীরা রাত ১০টা নাগাদ বিমান ধরেছেন। তবে দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে কলকাতায় থেকে গিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন ৪ জন। তাঁরাও রাতে এখানেই থেকে গিয়েছেন। এর পাশাপাশি অন্য একজন যাত্রীও এদিন থেকে গিয়েছেন। তিনি হায়দ্রাবাদ যাননি। বৃহস্পতিবার তাঁদের জন্য বিমানের ব্য়বস্থা করা হচ্ছে। দেশের প্রধান বিচারপতি সকাল ১০টা নাগাদ বিমান ধরবেন। ওই সময় তিনি হায়দ্রাবাদ যাবেন।

About Author