দেশনিউজ

ফের উত্তপ্ত উপত্যকা, গান্দেরবালে সিআরপিএফ জওয়ানদের ওপর গ্রেনেড হামলা, আহত ৩

Advertisement
Advertisement

শ্রীনগর: সবে মাত্র উপত্যকায় মিটেছে ডিডিসি নির্বাচন। স্থানীয় এই ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পরই ফের জঙ্গি হামলার ঘটনা উপত্যকায়। এবার জম্মু ও কাশ্মীরের গান্দেরবালে গ্রেনেড হামলা চালাল  জঙ্গিরা। এই হামলায় এখনও পর্যন্ত ৩ সিআরপিএফ জওয়ানের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে।

Advertisement
Advertisement

জানা যাচ্ছে সিআরপিএফ জওয়ানরা এলাকায় টহল দিচ্ছিলেন। সেই সময় গান্দেরবালের দুদেরহামা এলাকায় সিআরপিএফ বাহিনীর ওপর গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা । গ্রেনেডের ঘায়ে জখম হন কমপক্ষে তিন আধাসামরিক জওয়ান। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

Advertisement
Advertisement

হামলাকারীদের সন্ধানে এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং সেনার যৌথ বাহিনী। এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী।

এদিকে গত কয়েকদিন ধরে  উপত্যকা জুড়ে একের পর এক জঙ্গি আক্রমণ হয়েছে। আর তার প্রেক্ষিতেই এদিন আলাদা করে অভিযানে নামে পুলিশ। জানা গিয়েছে এদিনের অভিযানে কাশ্মীর পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে যে তথ্য মিলেছে , তাতে পুলিশ জানতে পেরেছে, ওই জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ এ মহম্মদের যোগ রয়েছে। কাশ্মীরের মাটিতে বসে তারা জইশের নেটওয়ার্ক চালাত। ধৃতদের সঙ্গে পাকিস্তানি হ্যান্ডেলারদের যোগাযোগ ছিল। আর তার জেরেই ত্রাল সহ কাশ্মীরের একাধিক জায়গায় পর পর গ্রেনেড হামলা করে জঙ্গিরা।

Advertisement

Related Articles

Back to top button