সম্প্রতি দুই দিনের রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে এসে মমতা সরকারের ব্যর্থতার পরিসংখ্যান দেন তিনি। দুর্নীতি তোলাবাজি, ধর্ষণ, অপরাধ, চাকরি সমস্ত বিষয় নিয়েই তোপ দাগতে দেখা গিয়েছিল অমিত শাহকে। সেই তোপের পালটা উত্তর শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, মিথ্যাচার করেছেন অমিত শাহ। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী যে মিথ্যে বলেছিলেন তার প্রমাণ ও আছে মুখ্যমন্ত্রীর কাছে।
সেই অনুযায়ী মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খানে থেকেই কেন্দ্রের দিকে তোপ দাগেন তৃণমূল নেত্রী। এইদিন তিনি বলেন,”হাথরাস থেকে হাসফাস অবস্থা কেন্দ্রের, মুখে তো এখনও লিউকোপ্লাস্টার, খুন খারাপি নিয়ে বিশেষ কথা না বলাই ভালো। ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো অনুসারে, গত ১০ বছরে রেকর্ড হারের সাথে বাংলায় কমেছে খুন। ধর্ষণের ঘটনাও কমেছে উল্লেখযোগ্য হারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএইদিন সাংবাদিক বৈঠকে সমস্ত তথ্য দেওয়ার পর শাহকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বিদ্রূপের সাথে বলেন,”সব উত্তর দিয়ে দিয়েছি আমি। অমিত শাহকে কিন্তু ধোকলা খাওয়াতে হবে। আমি গুজরাতি খাবার খুবই ভালোবাসি। মাঝে মাঝেই খাই।” এইদিন মমতা আরও বলেন,”প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ১০১৬৩ আবেদন পত্র জমা পড়েছে। তার মধ্যে গ্রহণ করা হয়েছে ৬৪৬৩ জনের আবেদন। এরপর বাকিদের ব্যবস্থাও করবে সরকার। সেকেন্ডারি হোম ডিসট্রিক্ট ট্রান্সফারে ৭০% আবেদন কার্যকর করা হয়েছে। কাজ চলছে মিউচুয়াল ট্রান্সফারেরও। প্রাইমারী শিক্ষক করা হবে নিয়োগ। আগামীকাল জারি করা হবে রিক্রুটমেন্ট নোটিশ। ১০ থেকে ১৭ ই জানুয়ারি করা হবে ইন্টারভিউ। ৩১ এ জানুয়ারি পর্যন্ত ৩য় টেট অফলাইনে চলবে। আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।”
১০০ দিনের কাজ, গ্রামাঞ্চলে রাস্তা, সংখ্যালঘু স্কলারশিপ এ এক নং। এছাড়া ই টেন্ডারিং এবং ই গভর্মেন্টেও এক নং বাংলা। এই সমস্ত তথ্য প্রদানের পরেই এইদিন শাহকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।