Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, জেনে নিন, কী সেই সিদ্ধান্ত

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যে অনেক কিছু স্বাভাবিক হলেও এখনও পর্যন্ত পঠন-পাঠন স্বাভাবিক হয়নি। খোলেনি কোন স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয়। অনলাইনে ক্লাস চললেও পরীক্ষা নিয়ে টানাপোড়েন রয়ে গিয়েছে। তবে এবার দশম…

Avatar

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যে অনেক কিছু স্বাভাবিক হলেও এখনও পর্যন্ত পঠন-পাঠন স্বাভাবিক হয়নি। খোলেনি কোন স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয়। অনলাইনে ক্লাস চললেও পরীক্ষা নিয়ে টানাপোড়েন রয়ে গিয়েছে। তবে এবার দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কোনও বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে না, এমন সিদ্ধান্ত নিল কেন্দ্র।

আজ, মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, ২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত কোনও বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এক্ষেত্রে জানুয়ারি-ফেব্রুয়ারিতে সিবিএসসি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসতে হবে না পড়ুয়াদের। ফেব্রুয়ারি মাসের পর করোনা পরিস্থিতি যাচাই করে তারপর পরীক্ষা নিয়ে ভাবনা-চিন্তা করবে কেন্দ্র, এমনটাও তিনি জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ঘোষণার ফলে পড়ুয়াদের জীবন সুরক্ষিত রইল ঠিকই, কিন্তু তাদের পঠন-পাঠনের ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েই গেল। অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে প্রশ্ন উঠছে এটাই যে, পরীক্ষা না হলে এমনিতেই কি পরের বর্ষে উত্তীর্ণ হওয়া যাবে? নাকি এক বছর পিছিয়ে থেকে পুনরায় পরীক্ষায় বসতে হবে? এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পড়ুয়াদের মনে। তবে একদিক থেকে স্বস্তি এটাই যে, করোনা আবহের মধ্যে পরীক্ষা দিতে যেতে হবে না ঘরের ছেলে কিংবা মেয়েদের।

About Author