কলকাতা: চারিদিকে করোনা পরিস্থিতি হলেও বছর শেষে ফের উৎসবে ভাসছে গোটা দেশ তথা বিশ্ব। এবার তাতে সামিল হল কলকাতাও। বড়দিন আসতে আর মাত্র দু’দিন বাকি। তার আগেই আলোর রোশনাই এবং স্যান্টাক্লজে সেজে উঠেছে পার্কস্ট্রিট। নিউ নর্ম্যাল পরিস্থিতিতে আমরা সকলে এবার ক্রিসমাস পালন করব। আর তাই বড়দিনের আগে এই উৎসবের সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল, সোমবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের সূচনা করার পর মুখ্যমন্ত্রী সেন্ট জেভিয়ার্স কলেজে যান। তবে ২০২০-কে বিদায় জানাতে শহর প্রস্তুত হলেও করোনা পরিস্থিতির কারণে বাদ পড়েছে অনেক কিছুই। রাস্তার ধারে নেই কোনও খাবারের স্টল। মানুষের ঢল নামার ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে হবে সামাজিক দূরত্ববিধি মেনেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএলিন অ্যালেন পার্কের মঞ্চ থেকেও বিজেপিকে নিশানা করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। বড়দিনে কেন জাতীয় ছুটি দেওয়া হয় না, সেই নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি। এর পাশাপাশি নতুন বছরে সবাইকে একসঙ্গে থাকার বার্তা দিয়ে সকলকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মমতা। সব মিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যেও নতুন বছরকে স্বাগত জানাতে পাকস্টিট নিজের মহিমায় সেজে উঠেছে, এমনটা বলাই যায়।