দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির সাফল্যে অত্যন্ত অভিভূত মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে সেই সাফল্য দেখে বিভিন্ন জনকল্যাণ প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। এবার রাজ্য সরকার এক ধাক্কায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ৮ হাজার কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
পাশাপাশি দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য টিফিন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও প্রাণী বন্ধু এবং প্রাণী মিত্র ইনিশিয়েটিভ পাচ্ছে আরও বেশ কিছু টাকা। সব মিলিয়ে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সাহায্য করার নতুন একটি উদ্যোগ গ্রহণ করলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসোমবার নবান্ন সভা করে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘোষণা করেন। তিনি বলেন, দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিতে ইতিমধ্যেই বহু মানুষ উপকৃত হয়েছেন। এটা শুধু দেশের নয় গোটা বিশ্বের কাছে মডেল হওয়া উচিত। এই কর্মসূচির সাফল্য দেখে জনকল্যাণমুখী প্রকল্প তে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও তিনি রাজ্য সরকারের বিভিন্ন খতিয়ান তুলে ধরেন।
তবে শুধুমাত্র সরকারি প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি না, দুয়ারে সরকার কর্মসূচিতে কর্মরত কর্মীদের জন্য আলাদা বিশেষ কিছু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন যারা অক্লান্ত পরিশ্রম করে এই কাজ করছেন তাদের জন্য দু মাসে ৫ হাজার টাকা টিফিন ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও প্রাণী বন্ধু এবং প্রাণী মিত্রদের অতিরিক্ত মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এতদিন তারা ১.৫ হাজার টাকা ভাতা পেতেন। কিন্তু এবারে ভাতার পরিমাণ বেড়ে হলো ৩ হাজার টাকা