Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কেন্দ্রীয় কৃষি প্রকল্পের টাকা বাংলাকে দিন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কে তোপ মমতার

কৃষক আন্দোলনের মাঝে এবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কে সরাসরি চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের কৃষকরা যে সুবিধা পান তা বাংলায় লাভ করতে হবে।…

Avatar

কৃষক আন্দোলনের মাঝে এবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কে সরাসরি চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের কৃষকরা যে সুবিধা পান তা বাংলায় লাভ করতে হবে। কৃষকদের জন্য কেন্দ্রীয় প্রকল্প লাগু করার আবেদনে তিনি এই চিঠি পাঠিয়েছেন। বর্তমানে রাজধানীর মাটিতে কৃষক বিক্ষোভ শুরু হয়ে গেছে। তার মাঝে এবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী।

আয়ুষ্মান ভারত যোজনা এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা ইচ্ছা করে রাজ্য সরকার গ্রহণ করছে না। এর ফলে এখানকার কৃষক এবং সাধারন মানুষরা বঞ্চিত হচ্ছেন। এই মর্মে বারংবার রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারা। এমনকি, এই দুটি প্রকল্প চালু না করার জন্য মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করেছেন রাজ্যপাল অব্দি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই কটাক্ষের বিরুদ্ধে রাজ্য বারংবার জানিয়েছে সাধারণ মানুষ এবং কৃষকদের জন্য স্বাস্থ্য সাথী এবং কৃষক বন্ধু প্রকল্প ইতিমধ্যেই চালু আছে। এই দুটি প্রকল্পের সুবিধা কেন্দ্রীয় প্রকল্পের থেকে অনেক বেশি। এই কারণে রাজ্যবাসী কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যদি নাও পান তাহলে খুব একটা সমস্যা হবে না। তবে দিল্লি নেতা মন্ত্রীরা এবং বঙ্গ বিজেপি নেতারা বারংবার মমতাকে কটাক্ষ করেছেন এই নিয়ে। এই সমস্ত সমালোচনার মুখে পড়ে সেপ্টেম্বর মাসে তিনি নিজে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে এই প্রকল্প চালু করার দাবি জানান। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তিন মাস হয়ে গেছে কিন্তু এখনো কিষান সম্মান নিধি যোজনা চালু হয়নি এ রাজ্যে।

এই পরিস্থিতিতে কেন্দ্রের উপরে চাপ বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী সরাসরি চিঠি লিখলেন কৃষি মন্ত্রী কে। এবার তিনি সরাসরি কেন্দ্রীয় প্রকল্পের টাকা চাইলেন রাজ্যের জন্য। মুখ্যমন্ত্রী লিখেছেন, কেন্দ্রীয় প্রকল্প কৃষকদের জন্য বরাদ্দ অর্থ বাংলাতে পাঠানো হোক। এই অর্থ পেলে তাহলে নিয়ম মেনে তালিকা তৈরি করে কেন্দ্রের কাছে জমা দেওয়া হবে।

About Author