Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বস্তিকা-শোভনের নতুন প্রেম, সম্পর্ক নিয়ে মুখ খুললেন শোভন

সম্প্রতি ইন্সটাগ্রাম পেজে নিজের সঙ্গে অভিনেত্রী  স্বস্তিকা দত্তের ছবি শেয়ার করলেন গায়ক শোভন গাঙ্গুলী। শোভন ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।  নেটিজেনদের একাংশ প্রশ্ন করতে শুরু করেন, তবে…

Avatar

সম্প্রতি ইন্সটাগ্রাম পেজে নিজের সঙ্গে অভিনেত্রী  স্বস্তিকা দত্তের ছবি শেয়ার করলেন গায়ক শোভন গাঙ্গুলী। শোভন ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।  নেটিজেনদের একাংশ প্রশ্ন করতে শুরু করেন, তবে কি সত্যিই শোভন ও স্বস্তিকার মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে।  শোভন জানিয়েছেন, তিনি ও স্বস্তিকা খুব ভালো বন্ধু।  শোভন বলেন, তাঁরা একে অপরের সাথে স্বচ্ছন্দ বোধ করেন বলেই মুখোমুখি বসে আড্ডা দেন। শোভন-স্বস্তিকার আড্ডা আরও জমে ওঠে গানের মাধ্যমে। স্বস্তিকাও নিজের গলায় গান গেয়েছেন ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে। শোভন মনে করেন না, তিনি বিরাট কোনো সেলিব্রিটি। লাজুক স্বভাবের শোভন জানিয়েছেন, জীবনে প্রেম এলে তিনি নিজেই মিডিয়ায় জানাবেন।

কিছুদিন আগেই  ইন্সটাগ্রামে স্বস্তিকা শোভনের সঙ্গে একটি সেলফি পোস্ট করে তাঁর অনুরাগীদের জাজমেন্টাল হতে বারণ করেছেন। অপরদিকে শোভন নিজের কবিত্বশক্তিকে কাজে লাগিয়ে স্বস্তিকার একটি ছবি পোস্ট করে ইন্সটাগ্রামে স্টেটাস দিয়ে প্রচ্ছন্ন ভাবে স্বস্তিকাকে ভালো লাগার কথা লিখেছেন। সবাইকে অবাক করে দিয়ে চিরকালীন সোশ্যাল মিডিয়ায় ইনঅ্যাকটিভ থাকা শোভন হঠাৎ করেই অ্যাকটিভ থাকতে শুরু করেছেন।এর আগে শোভন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমনের সঙ্গে সম্পর্কে ছিলেন। ইমনের সঙ্গে শোভনের বয়সের ফারাক অনেকটা হলেও ইন্ডাস্ট্রিতে ইমন ও শোভনের সম্পর্কের রসায়ন বরাবর চর্চার বিষয় ছিল। কিন্তু হঠাৎ কোনো অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ইমন মিউজিক ডিরেক্টর নীলাঞ্জনের সঙ্গে চটজলদি বাগদান সেরে ফেলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে স্বস্তিকা ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে নায়িকা রাধিকার ভূমিকায় অভিনয় করছেন। তাঁর বিপরীতে তাঁর স্বামী কর্ণের ভূমিকায় অভিনয় করছেন ক্রুশল আহুজা। আগামী  বছরের 22 শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত ফিল্ম ‘তুমি আসবে বলে’। এই ফিল্মের টাইটেল সঙ গেয়েছেন শোভন।  এছাড়া ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ফিল্ম ‘গোলন্দাজ’-এও গান গেয়েছেন তিনি।

About Author