হরিয়ানা: অনলাইন শপিং সংস্থার মধ্যে অন্যতম হল, অ্যামাজন। বিভিন্ন সময় বিভিন্ন উৎসবে গ্র্যান্ড ডিল অফার দেওয়া হয় গ্রাহকদের অ্যামাজনের পক্ষ থেকে। ফ্লিপকার্ট এবং স্ন্যাপডিলের সঙ্গে কার্যত পাল্লা দিয়ে লড়াই চালায় এই অনলাইন শপিং সংস্থা। তবে এবার সেই অ্যামাজনের ঘরেই হল চুরি। অ্যামাজনের গুদাম থেকে ৩৮টি আইফোন চুরি হওয়ার ঘটনা ঘটেছে। তড়িঘড়ি এই ঘটনার তদন্তে নামে পুলিশ। তারপরেই খোয়া যাওয়া ৩৮টি আইফোনের খোঁজ মিলেছে৷
জানা গিয়েছে, ঘরের মধ্যেই ঘোগোর বাসা। কারণ, অ্যামজন সংস্থার কর্মীরাই লোপাট করেছিল এই দামী আইফোনগুলি। এই ঘটনায় হরিয়ানার বিলাসপুরে আমাজনের গুদামের কর্মী ছিল এই ২অভিযুক্ত৷ সেখান থেকে তারা চুরি করে ৩৮টি আইফোন৷ করোনার সময় বন্ধ ছিল সিকিওরিটি চেকিং৷ সেই সুযোগ কাজে লাগিয়ে ফোনগুলি চুরি করা হয় বলে জানা গিয়েছে৷
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্ত কর্মীর খোঁজ চালাতে শুরু করে পুলিশ। অবশেষে ওই অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ এমনকি তাদের থেকে ৩৮টি আইফোনও উদ্ধার করা হয়েছে বলে এ কথা জানিয়েছেন অ্যাসিস্টেন্ট কমিশনার প্রীতি পাল সিং৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নিকটবর্তী আদালতে তোলা হবে বলে সূত্রের খবর। অ্যামাজনের মত একটি অনলাইন শপিং সংস্থায় পরবর্তীকালে এই দুই অভিযুক্ত কোনও কাজ পাবে না বলেই সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। এমনকি ভবিষ্যতে অন্যান্য অনলাইন শপিং সংস্থায় যাতে এরা কোনওরকম কাজের সুযোগ না পায়, সেদিকে অ্যামাজনের পক্ষ থেকে দেখা হবে বলে গ্রাহকদের নিশ্চিন্ত করা হয়েছে।