Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনাকালে মোদির ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রতন টাটা

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে যেভাবে দেশকে সামলাচ্ছে কেন্দ্রীয় সরকার তা নিয়ে, এমনকি করোনায় প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন টাটা গ্রুপের চেয়ারম্যান তথা এমিরেটস রতন টাটা। ASSOCHAM- এর একটি অনুষ্ঠানে গতকাল,…

Avatar

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে যেভাবে দেশকে সামলাচ্ছে কেন্দ্রীয় সরকার তা নিয়ে, এমনকি করোনায় প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন টাটা গ্রুপের চেয়ারম্যান তথা এমিরেটস রতন টাটা। ASSOCHAM- এর একটি অনুষ্ঠানে গতকাল, শনিবার এই প্রশংসা করেছেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তার সামনেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন রতন টাটা।

এদিন ‘ASSOCHAM Enterprise Of The Century Award’ রতন টাটার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে দেশের একাধিক ওঠাপড়ার সাক্ষী থেকেছে এই টাটা গ্রুপ। ভারতের উন্নয়নে টাটা গ্রুপের যথেষ্ট অবদান রয়েছে।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপর বক্তব্য রাখেন রতন টাটা। তিনি বলেন, ‘এত বছর ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছি, প্রধানমন্ত্রী যা করতে চান, আমি তাতেই আশাবাদী। দেশের মধ্যে করোনা পরিস্থিতি, তারপর ভারতের অর্থনৈতিক দুর্বলতা, এসবের মধ্যে দৃঢ়চেতভাবে প্রধানমন্ত্রী দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি কোনও সমস্যা থেকে পালিয়ে যাননি। সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন। এভাবেই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রতন টাটা।

About Author