Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“এইভাবে আইপিএসদের কেন্দ্র থেকে সরানো যাবেনা” প্রথমে কেন্দ্রকে তারপর তৃণমূল সরকারকে কটাক্ষ অধীরের

টিএমসি যখন একের পর নেতা কর্মী দল ছাড়ছেন, তখন বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। একই সাথে তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে নেওয়ার বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচন ও…

Avatar

টিএমসি যখন একের পর নেতা কর্মী দল ছাড়ছেন, তখন বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। একই সাথে তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে নেওয়ার বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচন ও করেন তিনি। তার বক্তব্য,”এইভাবে আইপিএসদের কেন্দ্র থেকে সরানো যাবেনা।”

ইতিমধ্যেই ২০২১ এর বিধানসভা ভোটে অধীর চৌধুরীকে জোটের মুখ হিসেবে সামনে রেখেছে বাম-কংগ্রেস জোট। ভোট যত এগিয়ে আসছে, রাজ্যের তৃণমূল সরকার এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণ বাড়ছে অধীরের। শুক্রবার কলকাতা থেকে বহরমপুর ফেরার পথে ডিভিসির সেচ বাংলোয় তিনি জেলা কংগ্রেস নেতৃত্ব এর সাথে আলোচনা করেন। আইপিএস ইস্যুতে অধীর বলেন,”সংবিধানে কেন্দ্র এবং রাজ্য আলাদা বিষয়ে উল্লেখ করা আছে। এইভাবে কেন্দ্র থেকে সরানো যাবেনা আইপিএসদের। আমার তা জানা নেই”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তৃণমূল নেতাদের দলত্যাগ নিয়ে তীব্র কটাক্ষ করতে দেখা গিয়েছে অধীরকে। তিনি বলেন,”এটাই নিয়তি তৃণমূলের। তাসের ঘরের মতো ভেঙে পড়বে ওরা।” এরপরই বিজেপির রাষ্ট্রপতির শাসনের দাবিকে ঘিরে মতামত দেন অধীর। অধীর বলেন,” বাংলায় বিজেপির এত রাষ্ট্রপতি শাসন নিয়ে চেঁচানোর কি রয়েছে? রাজ্যে রাষ্ট্রপতির শাসন তো করে দিতেই পারেন। ওদেরই সরকার রয়েছ কেন্দ্রে। ভাষণ দেওয়ার কি আছে? যেমন তিনজন আইপিএস অফিসারকে তুলে নিয়েছে। রাজ্যপালকে শাহ বলবেন। আর অন্যদিকে রাজ্যপাল রাষ্ট্রপতির শাসন জারি করে দেবেন। এই নিয়ে এত গরম খাওয়ানোর কোনও কারণ আছে? আমরা চাই শান্তিতে নির্বাচন হোক। প্রতিটি বুথে বাহিনী থকুক। আর সে তো রাজ্য পুলিশ ছাড়া তারা চলতে পারবেনা।”

এখানেই থামেননি অধীর। তিনি বলেন,”শুধু স্বাস্থ্যসাথী কার্ড করলে হবেনা। কোম্পানি বিমা করবে, কোথায় টাকা পাবেন কেউ জানেন না। কোন হাসপাতালে হবে এটা ?”

About Author