কলকাতা: করোনা সংক্রমণ ছড়ানোর ভয়ে গত মার্চ মাস থেকে গোটা দেশে ট্রেন চলাচলে কোপ পড়েছে। আগের তুলনায় পরিষেবা কিছুটা স্বাভাবিক হলেও কোভিড পূর্ববর্তী গতি এখনও পায়নি রেল। তবে এদিন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান জানান, রাজ্য সরকারের অনুমতি সাপেক্ষে আগের মতো ১০০ শতাংশ রেল পরিষেবা শুরু করা যেতে পারে।
এদিন সাংবাদিক বৈঠক করে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান তথা সিইও বিনোদ যাদব জানান, শহর ও শহরতলিতে কবে ১০০ শতাংশ পরিষেবা চালু হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowচেয়ারম্যান বলেছেন, বর্তমানে কলকাতায় ৬০, মুম্বইয়ে ৮৮ এবং চেন্নাইয়ে এখন ৫০ শতাংশ শহরতলির ট্রেন চলছে। কোভিড পরিস্থিতি বিচার করে রাজ্য সরকারগুলি সবুজ সংকেত দিলে পরিস্থিতি অনুযায়ী ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। শহরতলির ট্রেনের পাশাপাশি বেশ কিছু জায়গায় প্যাসেঞ্জার ট্রেনও চালানো শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত সারা দেশে বিশেষ ট্রেন চালানো হচ্ছে ১০৮৯টি। কোভিডের আগে যে সংখ্যা ছিল ১৭৬৮। কলকাতায় মেট্রো চলছে ২৬৪টি। কলকাতা, মুম্বই, চেন্নাই মিলিয়ে শহরতলির ট্রেনের সংখ্যা ৩৯৩৬। ১৩১টি প্যাসেঞ্জার ট্রেন চলছে।