Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাজ মেটাতে স্বামী ভাড়া করছে এখানকার নারীরা! কারন জানলে চমকে যাবেন

এর আগে জানা গেছিলো এদেশের রাজধানী দিল্লিতে প্রেমিক ভাড়া পাওয়া যায়। এবার ভাড়ায় মিলছে স্বামী। বাংলাদেশের রাজধানী ঢাকার কিছু এলাকায় চলছে এই ব্যবসা। সূত্রে খবর, বিষয়টি ওপেন সিক্রেট হলেও বিশেষ…

Avatar

এর আগে জানা গেছিলো এদেশের রাজধানী দিল্লিতে প্রেমিক ভাড়া পাওয়া যায়। এবার ভাড়ায় মিলছে স্বামী। বাংলাদেশের রাজধানী ঢাকার কিছু এলাকায় চলছে এই ব্যবসা। সূত্রে খবর, বিষয়টি ওপেন সিক্রেট হলেও বিশেষ করে ৩ ধরনের কাজের জন্য এসব স্বামী পরিচয়ে পুরুষ ভাড়া পাওয়া যায়। এমনকি স্বামী হিসেবে ভাড়ায় খেটে নিজের সংসার চালাচ্ছেন বহু পুরুষ। দিনে ১শ’ টাকা থেকে মাসে ৫ থেকে ৭ হাজার টাকায় ভাড়ায় স্বামী পাওয়া যায়। আবার একই পুরুষ ভাড়ায় খাটেন একাধিক নারীর স্বামী পরিচয়ে। বিশেষ করে সেই সব নারীরা অন্য পুরুষকে স্বামী হিসাবে ভাড়া করে যাদের স্বামীর অভাবে কোন সংস্থা থেকে লোণ নিতে কিংবা পাসপোর্ট করতে অসুবিধা হচ্ছে। কাজ মিতে গেলে টাকা দিয়ে সম্পর্ক শেষ। আর এই ভাড়াটে স্বামী খুজে দেওয়ার জন্য কিছু দালালও রয়েছে।

About Author