Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পাখির কাছে নিজের মনের গান গাইলেন এক ব্যক্তি, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সাক্ষী থাকি আমরা। যা কখনও আমাদের আনন্দ দেয়, আবার কখনও দুঃখ। কখনও চোখের জল নিজের অজান্তেই বেরিয়ে পড়ে, আবার কখনও গাল ভরা হাসি…

Avatar

সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সাক্ষী থাকি আমরা। যা কখনও আমাদের আনন্দ দেয়, আবার কখনও দুঃখ। কখনও চোখের জল নিজের অজান্তেই বেরিয়ে পড়ে, আবার কখনও গাল ভরা হাসি পেটে ব্যাথা ধরিয়ে দেয়। বিভিন্ন সময় এই সমস্ত ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ফলে দেশ-বিদেশের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা যেমন অবগত হতে পারি, তেমন এমন অজানা অনেক কিছু দেখতে পারি যা হয়তো সোশ্যাল মিডিয়া না থাকলে দেখা সম্ভব হত না।

এমন একটি ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি গাড়ি থামিয়ে গাড়ির সামনে কাঁচের উপর বসা একটি পাখির কাছে দাঁড়িয়ে খোলা গলায় গান গাইছেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে এই ভিডিওর মধ্য দিয়ে। মুহুর্তের মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেখা যায়, কুমারশাবৃত একটি পাহাড়-সমতলে ঘেরা জায়গায় শীতের সকালে ব্যক্তিটি গান গাইছেন। গাড়ির সামনে বসে আছে একটি পাখি। যে গানের তালে তালে উড়ে গিয়ে জিপ গাড়ির আর একটু ওপরের দিকে বসলেন। গান শেষে ওই ব্যক্তিটি পাখিটিকে ডাকলেন। গানটা একটি আঞ্চলিক ভাষার গান। যার ভাষা বুঝতে পারবেন না হয়তো, তবুও আমি হলফ করে বলতে পারি, আপনার এই গানটা ভাল লাগবে। কারণ, গানের কোনও সেই অর্থে বোধগম্য ভাষা হয় না। গানটা মন দিয়ে বুঝতে হয়। আর প্রকৃতির কোলে এই ব্যক্তি এমন একটি মন ভাল করা গান এবং তার পারিপার্শ্বিক চিত্রটা এতটা মোহময় যে, আপনার মনটা ভরে যাবে। নেটিজেনরা ওই ব্যক্তির ভূয়শী প্রশংসা করেছেন। মুহূর্তের মধ্যে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে এতটুকু সময় দেয়নি।

https://www.instagram.com/p/CIm97mODd71/?igshid=16ly5ux7bq5rq

About Author