Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে তৈরি হল প্রথম গ্লাস ব্রিজ

পাটনা: আমরা সকলেই জানি বিহারের একটি বড় পর্যটন স্থান হল নালন্দা। এখানে অনেক মানুষই ঘুরতে যান। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এ বিষয় বেশ স্নেহ আছে আমরা তা জানি। নালন্দা বিহারের…

Avatar

পাটনা: আমরা সকলেই জানি বিহারের একটি বড় পর্যটন স্থান হল নালন্দা। এখানে অনেক মানুষই ঘুরতে যান। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এ বিষয় বেশ স্নেহ আছে আমরা তা জানি। নালন্দা বিহারের নালন্দা জেলার একটি আন্তরজাতিক পর্যটন কেন্দ্র রজগীর হল উত্তর পূর্ব ভারতের প্রথম কাচের সেতু।

এই কাচের সেতু তৈরির মূল উদ্দেশ্য হল আরও বেশি বেশি বিদেশী পর্যটকদের উৎসাহ দেওয়া। এটি চীনের হাং জ হু প্রদেশে অবস্থিত ১২০ মিটার উঁচু কাচের সেতুর আদলে তৈরি করা হয়েছে। পর্যটন বিভাগ এই বিষয় বিশেষ নজর দিচ্ছে। এর আয়তায় চিড়িয়াখানা সাফারি পার্কের অভ্যন্তরে প্রকৃতি সাফারি পার্কের নিমার্ন কাজ চলছে। যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম কাচের সেতু নির্মাণ হয়েছে। জু সাফারি পার্কে আকর্ষণীয় পার্ক নির্মিত হচ্ছে। আসলে বিহারের প্রাকৃতিক সৌন্দর্য রাজগীরের চিড়িয়াখানা সাফারি পার্ক, প্রকৃতি সাফারি পার্ক, বাটার ফ্লাই পার্ক নতুন নতুন গাছ উপহার পেতে চলেছে। এর আওতায় রাজগীরে বিহারের প্রথম কাচের সেতু প্রস্তুত করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পার্কটি অত্যাধুনিক ও চমৎকার হয়ে উঠবে। এটি উত্তর পূর্ব ভারতের অত্যাধুনিক চিড়িয়াখানা সাফারি পার্ক হবে। যেখানে বিভিন্ন ধরনের প্রাণী থাকবে। এছাড়া তৈরি হচ্ছে অত্যাধুনিক রোপওয়ে। অ্যাডভেঞ্চারের নেশায় এই ‘গ্লাস ব্রিজে’ অবশ্যই পর্যটন আসবেন বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ।

About Author