এদিন প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় এটিকে-মোহনবাগানকে। বিপক্ষ দলকে আক্রমণের জালে জড়িয়ে ফেলার জন্য শুরু থেকেই রয় কৃষ্ণার সঙ্গে ডেভিড উইলিয়ামস ও মনবীর সিংকে জুড়ে দিয়েছিলেন হাবাস। কিন্তু তাতেও আখেড়ে কোনও লাভ হয় না। প্রথমার্ধ গোলশূন্য থেকে যায়।দ্বিতীয়ার্ধে হায়দরাবাদের পক্ষ থেকেও ডিফেন্সিভ লড়াই লড়া হয়। ম্যাচের বয়স যখন ৮৩ মিনিট, তখন পেনাল্টি পায় এটিকে-মোহনবাগান। আর সেই পেনান্টিকে কাজে লাগিয়ে স্পটকিক থেকে গোল করতে এতটুকু ভুল করেননি এটিকে-মোহনবাগান অধিনায়ক রয় কৃষ্ণা। হাজার চেষ্টা করেও সেই গোল পরিশোধ করতে পারেনি হায়দরাবাদ। সুতরাং, নির্ধারিত সময় শেষে ১-০ গোলে জয় পায় এটিকে-মোহনবাগান। ছয় ম্যাচ শেষে ১3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এই মুহূর্তে রয়েছে হাবাসের দল।FULL-TIME | #ATKMBFCG
— Indian Super League (@IndSuperLeague) December 16, 2020
@atkmohunbaganfc return to winning ways!#HeroISL #LetsFootball pic.twitter.com/s5Y2JC7TkS
This is a sight we'll never get tired of! 😍@RoyKrishna21 🕺🕺 @ImPrabirDas 🤩#ATKMohunBagan #JoyMohunBagan #Mariners #ATKMBFCG #IndianFootball pic.twitter.com/AUjqH9schV
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 17, 2020
Score against every #HeroISL team ✅@RoyKrishna21 completes his 📝#ATKMBFCG #ISLMoments #LetsFootball https://t.co/D2wqSH7fOh pic.twitter.com/5jBJ99iqFu
— Indian Super League (@IndSuperLeague) December 16, 2020
No change in the first 3️⃣ places as @BengaluruFC break into the top 4️⃣
— Indian Super League (@IndSuperLeague) December 16, 2020
Here are the standings at the end of Round 6️⃣#HeroISL #LetsFootball pic.twitter.com/2muNODwY4D