Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“মুসলিম ভোটার আপনার জাগির নয়”, মমতাকে পাল্টা জবাব মিম প্রধান ওয়াইসির

একুশে নির্বাচনের আগে তৃণমূলের হাল ধরতে তিন দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি গতকাল জলপাইগুড়িতে একটি জনসভায় উপস্থিত ছিলেন। জনসভা থেকে তিনি নাম না করে আসাদউদ্দিন ওয়াইসির…

Avatar

একুশে নির্বাচনের আগে তৃণমূলের হাল ধরতে তিন দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি গতকাল জলপাইগুড়িতে একটি জনসভায় উপস্থিত ছিলেন। জনসভা থেকে তিনি নাম না করে আসাদউদ্দিন ওয়াইসির মিমকে কটাক্ষ করেন। তিনি বলেছেন, “বিহার ভোটে যেমনভাবে সংখ্যালঘু ভোট ভাগাভাগি করতে হায়দ্রাবাদের দলকে টাকা দিয়েছিল বিজেপি ঠিক তেমনই আবার করার চেষ্টা করছে বিজেপি।” বিজেপি মিম গট আপ কেস। আসলে পুরো রাজ্যে হিন্দু-মুসলমান বিভাজন করে ভোট ভাগাভাগি করে নিতে চাইছে বিপক্ষ দল বলেই দাবি তৃণমূল সুপ্রিমোর।

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে বিজেপি ও মিমকে একই সুরে আক্রমণ করে বলেন, “হিন্দুদের এলাকায় গিয়ে ওরা খুব গালাগালি দেবে হিন্দুদের। তাহলে হিন্দুদের ভোটটা তো বিজেপি পাবে। আবার মুসলমানদের এলাকায় গিয়ে ওরা নিজেদের সম্বন্ধে খুব ভালো কথা বলবে। তাহলে মুসলমানদের ভোটটা ওরা নেবে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, হিন্দুদের ভোট নিচ্ছে বিজেপি আর মুসলিমদের ভোট দেবে ওরা। তাহলে আমি কি কাঁচকলা খাব?”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার ওয়াইসি প্রধান আসাদউদ্দিন মমতার বক্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি টুইট করে বলেছেন, “আপনি নিজেই নিজের মত ভেবে নেন এবং নিজের মত বলে যান। এরকম ভিত্তিহীন কথা বলে আপনি বিহার ভোটারদের অপমান করছেন। মনে রাখবেন বিহার ভোটের দলগুলোতে কি এমন ঘটনা ঘটেছিল যে কারণে তারা ব্যর্থ হয়েছে। আপনি অনেকদিন ধরেই কেবলমাত্র মীরজাফর ও সাদিকদের সাথে ভালো আচরণ করছেন না। আর এটা খুব ভাল করে মনে রাখবেন মুসলিম ভোটাররা আপনার জাগির নয়।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বরাবরের গুরুত্বপূর্ণ থাকে সংখ্যালঘু ভোট। আগামী একুশে নির্বাচনে মিম অংশগ্রহণ করলে মুসলিম ভোট ভাগাভাগি হয়ে যেতে পারে বলেই আশঙ্কা তার। তাই গত দিন তিনি জনসভায় বিজেপিকে মিমের অংশগ্রহণের জন্য কাঠগড়ায় তুলেছেন। তার দাবি বিজেপি হায়দ্রাবাদে পয়সা দিয়ে বাংলায় ভোট কাটার ব্যবস্থা করছে।

About Author