এর ফলে দ্বিতীয়ার্ধের শুরুতে সকলে ভেবেছিল হয়তো এবার জয় পাবে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু দ্বিতীয়ার্ধে পাশা উল্টে গেল। মাত্র এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে হায়দরাবাদকে এগিয়ে নিয়ে যান সান্তানা। তারপর ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান বাড়ান হোলিচরণ নার্জারি। পিছিয়ে পড়ে ফের আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকে ইস্টবেঙ্গলের। কিন্তু দাঁতে দাঁত চিপে লড়াই করে যান পিলকিংটনরা। ম্যাচের বয়স যখন ৮১ মিনিট, তখন সেই মাঘোমা ব্যবধান কমান। কিন্তু সমতা ফেরাতে আর পারেনি ইস্টবেঙ্গল। সুতরাং, নির্দিষ্ট সময়ের শেষে ৩-১ গোলে হারতে হয় ইস্টবেঙ্গলকে। সুতরাং, পাঁচ ম্যাচ শেষে এখনও মশাল বাহিনীর পয়েন্ট মাত্র ১।HALF-TIME | #HFCSCEB@sc_eastbengal head into the break with a narrow lead. #HeroISL #LetsFootball pic.twitter.com/hrU5P9ZJXd
— Indian Super League (@IndSuperLeague) December 15, 2020
FULL-TIME | #HFCSCEB@HydFCOfficial edge out @sc_eastbengal in a thrilling contest at the Tilak Maidan Stadium. #HeroISL #LetsFootball pic.twitter.com/Np9Ggk6Wg4
— Indian Super League (@IndSuperLeague) December 15, 2020