Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘প্রতিশ্রুতি মানেই ভাঁওতা’, ‘চাকরির প্রতিশ্রুতি কার্ড’ কে ইঙ্গিত করে কটাক্ষ মমতার

আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে চাকরির প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমে পড়েছে বিজেপি। ১, ২ লক্ষ নয় ৭৫ লক্ষ কর্মসংস্থানের কথা বলেছে গেরুয়া শিবির। আর সেই প্রতিশ্রুতিকে এইদিন 'ভাঁওতা' বলে কটাক্ষ…

Avatar

আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে চাকরির প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমে পড়েছে বিজেপি। ১, ২ লক্ষ নয় ৭৫ লক্ষ কর্মসংস্থানের কথা বলেছে গেরুয়া শিবির। আর সেই প্রতিশ্রুতিকে এইদিন ‘ভাঁওতা’ বলে কটাক্ষ করলেন তৃণমূল দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে এবং জলপাইগুড়িতে সভা করে তৃণমূল সুপ্রিমো বলেন,”প্রতিশ্রুতি কথাটাই ভাঁওতা। মানেই প্রতারণা।”

রবিবার সাংবাদিক বৈঠকে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ নেতা সৌমিত্র খাঁ বলেন,” আগামী ২ মাসে রাজ্যের ৭৫ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে বিজেপির যুব মোর্চা। রাজ্যে ক্ষমতায় এলে তাদের কাজের ব্যবস্থা করবে বিজেপি। চাকরিপার্থীদের হাতে তুলে দেওয়া হবে ‘চাকরির প্রতিশ্রুতি কার্ড’। এইবার তা নিয়ে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য,”এই কার্ড কি বাতাসে হাওয়া খাওয়ার জন্য? এর থেকে ভালো ওদের হাতপাখা দিন। গরম লাগলে কাজে লাগবে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুখ্যমন্ত্রী এইদিন বিজেপিকে আক্রমণ করে বলেন,”ওরা ভাঁওতা দিচ্ছে। প্রতিশ্রুতি? সেই সব আবার কি? প্রতিশ্রুতি কথাটাই তো ভাঁওতা। প্রতিশ্রুতি মানে কেবল প্রতারণা। ওদের কথা মানবেন না ওরা চিটিংবাজ।” এছাড়াও তিনি এইদিন মনে করিয়ে দেন কেন্দ্রের সেই ২ কোটি যুবক-যুবতিকে দেওয়া চাকরির প্রতিশ্রুতির কথা। তিনি বলেন,”সেই ২ কোটির কি ২ লক্ষ চাকরিও দেওয়া হয়েছে? আপনারা বাংলায় ফর্ম ফিল আপ করেছিলেন। কীসের ফর্ম? সব ভোটের পরে হাওয়া।”

জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন,”ওরা বলেছিল জিতলেই খোলা হবে ৭ টি চা বাগান। কোথায়? কেন্দ্র অধিগ্রহণ করবে বলে ভোট নেওয়ার জন্য বলেছিল এইসব। আবার প্রতিশ্রুতি। এরপরও হল্লা বোল, কিছুই থাকবেনা। বারপোস্টে লেগে বলটা চলে যাবে।” কেন্দ্রের সরকার দেশে বেকারত্বের হার ৪০% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন দলনেত্রী। তিনি বলেন,”ওরা পরিযায়ী শ্রমিকদের তাড়িয়ে দিয়েছে। ওদের চাকরি আমাদের দরকার নেই।”

About Author