নতুন বছরের শুরুতেই সন্তানের জন্ম দিতে চলেছেন বলিউড এবং ক্রিকেট দুনিয়ার প্রথম সারির সেলিব্রিটি বিরাট-কোহলি ও অনুষ্কা শর্মা। এর পাশাপাশি দ্বিতীয়বার সন্তানের জন্ম দিতে চলেছেন করিনা কাপুর খান। যদিও সইফ আলি খানের কাছে এটা চতুর্থবার পিতৃত্বের স্বাদ পাওয়া। আর এবার এদের তালিকায় নাম লেখাতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনস। এক প্রথম সারির ওয়েবসাইট দাবি করেছে যে, খুব শীঘ্রই বাবা-মা হওয়ার প্ল্যান করতে চান নিক-প্রিয়াঙ্কা।
এই মুহূর্তে বলিউডের এই সেলেব্রিটি জুটির ঠিকানা লন্ডন। প্রিয়াঙ্কার নতুন ছবির শুটিং চলছে সেখানে। আর সেখান থেকেই বেবি প্ল্যান করতে চান নিক-প্রিয়াঙ্কা। স্বভাবতই এই খবর প্রকাশে আসতে প্রিয়াংকার অনুগামীরা ভীষণ খুশি হয়েছে। দু বছরের দাম্পত্য জীবন বেশ সুখেই কাটছে নিকপ্রিয়াঙ্কার। আর তাই এবার দুজনের মাঝখানে নতুন সদস্যকে আনার সময় এসে গিয়েছে বলে মনে করছে বি টাউন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি নিক শেয়ার করেছেন লকডাউন কি ভাবে তাঁদের দু’জনকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। তিনি বলেছেন, ‘এই খারাপ সময়ের মধ্যেও ভাল ব্যাপার হল, বাড়িতে সময় কাটাতে পারায় আমি আর প্রি অনেক কাছাকাছি আসতে পেরেছি। গত দু’বছরে অসম্ভব বিজি শিডিউলের জন্য যেটা সম্ভব ছিল না।’ নিকের এই কথার পর তাঁদের দুজনের বেবি প্ল্যানের খবর সকলকে বেশ আনন্দ দিয়েছে, এমনটা বলাই যায়। যদিও নিক-প্রিয়াঙ্কার পক্ষ থেকে এ নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।