দেবপ্রিয়া সরকার : মশার কামড় খায়নি এমন মানুষ এদেশে মেলা দুষ্কর। কমবেশি প্রতিটি মানুষ প্রতিদিনই মশার কামড় খেয়ে থাকে। তবে অনেক মানুষ থাকলেও মশাদের কামড়ানোর প্রবণতা থাকে বিশেষ কিছু মানুষের উপর। কোন কোন মানুষরা মশার কামড় বেশি খায় সে বিষয়য় কীটতত্ত্ববিদ্যা একটি বিশেষ গবেষণায় কিছু মন্তব্য তুলে ধরেছেন। কীটতত্ত্ববিদদের মতে-
১. গাঢ় রং এর পোশাক পরিহিত মানুষদের প্রতি মশারা বেশি আকৃষ্ট হয়। যেমন নীল বা কালো এই সব রং মশাদের আকৃষ্ট করে। তাই এই সব রঙের পোশাক পরিহিত মানুষদের উপর মশার উপদ্রব বেশি হয়। সেক্ষেত্রে মশার উপদ্রব এর হাত থেকে বাঁচতে হালকা রঙের পোশাক পরিধান করাই ভালো
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২. রক্তের বিভাগ অনুযায়ী মশারা আকর্ষিত হয়। ‘ও’ গ্রুপের রক্ত মশাদের বেশি আকর্ষণ করে, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ।
৩. যেসব মানুষদের দেহের তাপমাত্রা সাধারণের তুলনায় বেশি অর্থাৎ যাদের শরীর থেকে ঘাম বেশি পরিমাণ নিঃসৃত হয়, সে সব মানুষদের প্রতি মশারা বেশি আকৃষ্ট হয়। ঘামের সাথে বের হওয়া ল্যাকটিক অ্যাসিড মশাদের বেশি আকৃষ্ট করে।
৩. জিনগত কারণে কোন কোন মানুষের দেহের স্বাভাবিক ভাবেই মশা প্রতিরোধক ক্ষমতা থাকে।
এর ফলে যাতে জিনগত স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা কম তাদের মশারা বেশি কামড়ায়।
৪. গর্ভবতী নারীদের প্রতি মশারা বেশি আকৃষ্ট হয়, কারণ গর্ভবতী নারীরা অন্য নারীদের তুলনায় ২১ শতাংশ বেশি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে যা মশাদের আকৃষ্ট করতে সাহায্য করে। এই জন্য গর্ভবতী নারীদের উপর মশাদের উপদ্রব বেশি দেখা যায়।