রাজীব ঘোষ: লোকসভা নির্বাচনের শুরু থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী তীব্র বিজেপি বিরোধিতা করেছেন।এমনকি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ করেছেন।সোমবার বিশ্ব মানবাধিকার দিবসে ফের কাশ্মীর ইস্যুতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান।তারপর কাশ্মীর ইস্যুতে মোদীকে আক্রমণ করে জানান কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পরে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।কাশ্মীরের মানুষদের মানবাধিকার রক্ষা করা প্রয়োজন বলে জানান তিনি।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি বরাবর মানবাধিকারের পক্ষে লড়াই করে এসেছেন।
দেশের যে কোনো জায়গায় মানবাধিকারের বিষয়ে তিনি সর্বদা সচেষ্ট।এই বিষয়ে দীর্ঘদিন আগের একটি ঘটনার কথা তুলে ধরেন।মমতা বলেন, রাজ্যের পুলিশ লকআপে একটি মৃত্যুর ঘটনায় তিনি প্রতিবাদ করেছিলেন।সেই ঘটনার বিরুদ্ধে আন্দোলন করেছেন।এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, সংসদে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছে তৃণমূল।শুধু তাই নয়, কাশ্মীর ইস্যুতে সংসদ ছেড়ে বেরিয়ে গিয়েছে তৃণমূল সাংসদরা।কাশ্মীরের মানুষদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বর্তমানে কাশ্মীরের মানুষের মানবাধিকার রক্ষা করা প্রয়োজন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowস্বাভাবিক ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইট বার্তায় প্রশ্ন উঠতে শুরু করেছে।দেশের প্রায় সব রাজনৈতিক দলের পক্ষ থেকে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়েছে।বিশ্বের শক্তিশালী দেশগুলো এই বিষয়ে ভারতের পাশেই দাড়িয়েছে।কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক স্তরে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে বলে একাধিক দেশের পক্ষ থেকে জানানো হয়েছে।