নিউজপলিটিক্সরাজ্য

রাজীবের মানভঞ্জনের চেষ্টায় শাসক শিবির, বনমন্ত্রীর বৈঠক পার্থ চট্টোপাধ্যায়ের সাথে

Advertisement

বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মানভঞ্জনের চেষ্টায় এবার কোমর বেঁধে নেমে পড়লেন শাসক শিবির। আগেই জানা গিয়েছে যে রবিবার সকালে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করতে যাবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেই অনুযায়ী এইদিন বেলা ১২ টার সময় এই সংক্রান্ত বৈঠক শুরু করেছেন শাসক শিবিরের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা বাড়িতে।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রশমনে বৈঠক ডাকা হয়েছে রাজ্যের শাসক শিবিরের ভোট কুশলী প্রশান্ত কিশোরকেও। তিনি এইদিন বেলা ১১ টা ৫৫ মিনিট নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বড়িতে পৌঁছান। আর বেলা ১২ টা ২০ নাগাদ সেখানে হাজির হন বনমন্ত্রী। এই রুদ্ধদ্বার বৈঠক বেশ অনেক ক্ষণ ধরেই চলবে বলে খবর তৃণমূল সূত্রের। আজই তারা সমাধান করতে চান রাজীব-সমস্যার।

নিয়মিত নিজের দফতরে গেলেও কিছুদিন ধরেই দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন না বনমন্ত্রী। বিভিন্ন অরাজনৈতিক মঞ্চ থেকে একের পর এক বেসুরো মন্তব্য করতে দেখা গিয়েছিল তাকে। দলের প্রতি ক্ষুব্ধ শুভেন্দু ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন মন্ত্রিত্ব পদ। এমন সময় দেখা গিয়েছিল শুভেন্দুর সাথে রাজীবের পোস্টার। সেই পোস্টারকে ঘিরে চলছিল রাজনৈতিক মহলে জল্পনা।

শুক্রবার হুগলীর কামারপুকুর এলাকায় পুরোহিতদের একটি সভায় যোগ দিয়ে বেসুরো মন্তব্য করেন ডোমজুড়ের বিধায়ক রাজীব। রামকৃষ্ণের বাণী বলেন তিনি। তিনি বলেন, “ঠাকুরের কথায়, যত মত তত পথ। অর্থাৎ যত মানুষ থাকবে তত তাদের মত থাকবে, তার পথও ভিন্ন হবে। যদি কোথাও মনে হয়, মানুষের কাজ করার জন্য এই মতে অসুবিধা হয়, তবে খোলা আছে অনেক পথ। সেই পথ থেকে কেউ কাউকে সরাতে পারবে বলে আমার মনে হয়না।” এর আগেও তাকে কাজ করতে দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ করেছিলেন রাজীব।

Related Articles

Back to top button