Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাংলা সফরে আসছেন মিম প্রধান ওয়েইসি, একুশে নির্বাচনে ১০০ এর বেশি আসনে দেবেন প্রার্থী

একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলা দখলের উদ্দেশ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি পুরোদমে কাজ করার জন্য মাঠে নেমে পড়েছে। এরই মাঝে সংখ্যালঘু ভোটের জোরে বিহারের নির্বাচনে উল্লেখযোগ্য ফল করেছিল এআইএমআইএম। তারপর থেকেই…

Avatar

একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলা দখলের উদ্দেশ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি পুরোদমে কাজ করার জন্য মাঠে নেমে পড়েছে। এরই মাঝে সংখ্যালঘু ভোটের জোরে বিহারের নির্বাচনে উল্লেখযোগ্য ফল করেছিল এআইএমআইএম। তারপর থেকেই তারা বাংলায় তাদের আধিপত্য বিস্তার করবে বলে হুংকার দিচ্ছে। এবার এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি ঘোষণা করে দিলো তারা একুশের নির্বাচনে বাংলায় ১০০ টির বেশি আসনে তাদের প্রার্থী দেবে।

ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে মিমের প্রতিনিধি দল হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে গিয়ে তারা আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনে মিমের রণনীতি তৈরি করবে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ থেকে মিম নেতা আসাদুল শেখ এর নেতৃত্বে একটি দল হায়দ্রাবাদে গেছে। সেখানে তারা মিম প্রধান ওয়েইসি র সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। বৈঠক করে তারা স্থির করেছে, বাংলায় মিমের ঝান্ডা ওরাতেই হবে আগামী নির্বাচনে। আর সেই লক্ষ্যেই বাংলার ১০০ টির বেশি আসনে প্রার্থী দেবে ওয়েইসি। সেই সাথে ২২ টি বিধানসভা আসনের মধ্যে অন্তত ১৮ টিতে প্রার্থী দিতে চলেছে মিম। তাদের পাখির চোখ মুর্শিদাবাদ জেলা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মিম এর তরফ থেকে এছাড়াও এর মধ্যেই জানানো হয়েছে খুব শীঘ্রই বিধানসভা ভোটের আগে বাংলা সফরে আসবেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি নিজে। সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে বেশ ভালোই ফল করেছিল ওয়েইসি দল। তারপর থেকেই বাংলায় একাধিক জায়গায় তাদের সংগঠন মজবুত করছে মিম। অবশ্য বেশ কিছু বছর আগে থাকতেই রাজ্যে বিভিন্ন জেলায় সংগঠন করার কাজ চালিয়ে যাচ্ছে মিম। বিশেষ করে বাংলার মুর্শিদাবাদ জেলা মিমের শক্ত ঘাঁটি। তাই তারা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় তাদের প্রধান আসাদউদ্দীনকে আনতে চায়।

প্রসঙ্গত, কিছুদিন আগে বিহারের নির্বাচনের ফল ঘোষণার পর বঙ্গ রাজনীতিতে চর্চা শুরু হয়েছিল যে বিজেপি ভোট কাটার হিসেবে কাজ করবে নয়তো তৃণমূলের পক্ষে লড়বে। কিন্তু তেমন কিছুই হলো না। মিম স্বতন্ত্রভাবে পশ্চিমবঙ্গে তাদের অস্তিত্ব দেখান দিতে চায়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মিমের এরকম কার্যকলাপ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

About Author