Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুন্দরবনের দেখা মিলেছে ভিন্ন প্রজাতির উড়ন্ত সাপেের, তুমুল ভাইরাল ভিডিও

Avatar

<সোশ্যাল মিডিয়ার দৌলতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আশ্চর্য করা ঘটনা সর্বসমক্ষে আসে এবং তা জেনে বা দেখে মানুষ অবাক হয়ে যায়। আর এবার এমনই একটি ঘটনা ঘটেছে সুন্দরবনে, যেখানে একটি উড়ন্ত সাপ দেখা গিয়েছে। অবাক হচ্ছেন তো? ভাবছেন উড়ন্ত সাপ কী করে সম্ভব? তাহলে বলে রাখি, ঘটনাটা সত্যি এবং উড়ন্ত সাপ থাকাটা সম্ভব। সোশ্যাল মিডিয়ায় এই উড়ন্ত সাপকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে।জানা গিয়েছে, সাপটির নাম ফ্লায়িং স্নেক। সাপটিকে নাকি অসাধারণ সুন্দর দেখতে। আর সেই সুন্দর সাপটিকেই খুঁজে পাওয়া গেল সুন্দরবনের জঙ্গল থেকে। সূত্রের খবর, এই উড়ন্ত সাপের প্রজাতি গোটা বিশ্বে মাত্র পাঁচটি দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটি সন্ধান পাওয়া গেল সুন্দরবনের গভীর জঙ্গলে।সাধারণত আমরা জানি সাপ একটি সরীসৃপ প্রাণী সে বুকে হেঁটে চলে। কিন্তু সম্প্রতি সুন্দরবনে এমন একটি সাপের সন্ধান পাওয়া গিয়েছে, যে বুকে হেঁটে নয়, উল্টে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে চলে। আর এমন এক বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করা হবে না, তা কী হয়? তাই এই দৃশ্যকে ভিডিও করা হয় এবং সেটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।https://youtu.be/DLibeFiRLZA

About Author