Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রানী রাসমণির কাহিনীতে নতুন মোড়, গদাধরের জীবনে আসছেন সারদামণি

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘করুণাময়ী রানী রাসমণি’তে এবার গদাধরের পত্নী রূপে তাঁর জীবনে প্রবেশ ঘটতে চলেছে মা সারদার। সিরিয়ালের পটভূমিকা অনুযায়ী ‘পাগল ঠাকুর’ গদাধর ভক্তিতে আকুল হয়ে…

Avatar

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘করুণাময়ী রানী রাসমণি’তে এবার গদাধরের পত্নী রূপে তাঁর জীবনে প্রবেশ ঘটতে চলেছে মা সারদার। সিরিয়ালের পটভূমিকা অনুযায়ী ‘পাগল ঠাকুর’ গদাধর ভক্তিতে আকুল হয়ে মা ভবতারিণীর নিত্য সেবা করছেন। ধীরে ধীরে রানী রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মন্দিরের নাম ছড়িয়ে পড়ছে চারিদিকে। এবার সেই ভক্তির বৃত্তকে সম্পূর্ণ করতেই আসছেন মা সারদামণি।

‘গদাই ঠাকুর’ অর্থাৎ গদাধরের ‘কুটো বাঁধা পাত্রী’ সারদামণির বাড়ি জয়রামবাটিতে। ছোট্ট সারদামণির সাথে বিয়ে হবে গদাধরের। ক্রমশ এগিয়ে আসবে গদাধরের ‘শ্রীরামকৃষ্ণ’ হয়ে ওঠার পর্ব। অপরদিকে সিরিয়ালে অত্যাচারী নীলকর সাহেব ডোনাল্ডের ভূমিকায় অভিনয় করে নজর কেড়ে নিয়েছেন অভিনেতা জয়জিৎ ব্যানার্জী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রানী রাসমণির কাহিনীতে নতুন মোড়, গদাধরের জীবনে আসছেন সারদামণি

গদাধরের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন অভিনেতা সৌরভ সাহা। এবার তাঁর স্ত্রী সারদা দেবীর চরিত্রে অভিনয় করতে চলেছেন অয়ন‍্যা চট্টোপাধ্যায়। ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের কাহিনী এবার এগিয়ে চলেছে যুগ সন্ধিক্ষণের দিকে।

About Author