রাজা হিন্দুস্তানি সিনেমার সেই গভীর চুম্বন দৃশ্য আপনার মনে আছে নিশ্চয়ই? যেখানে বৃষ্টির মধ্যে আমির খান এবং করিশ্মা কাপুরকে দীর্ঘ একটি চুম্বন দৃশ্য দেখা গিয়েছিল। যা কার্যত শরীরী ভাষায় শিহরণ জাগিয়ে দেওয়ার মতো। এ দৃশ্য কিন্তু সমালোচনা কুড়োয়নি। উল্টে প্রশংসা কুড়িয়েছিল। এমনকি আজও বলিউডের দীর্ঘমেয়াদী চুম্বন দৃশ্য হিসেবে একে আখ্যা দেওয়া হয়। কার্যত একটি গভীর সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এই দৃশ্য মাইলস্টোন হয়ে গিয়েছে। স্বয়ং দিলীপ কুমার এই দৃশ্যের ভূয়সী প্রশংসা করেছিলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদিলীপ কুমার ওই চুম্বন দৃশ্য প্রসঙ্গে বলেছিলেন, তাঁর এই দৃশ্য দেখে তাঁর অভিনীত ‘মুঘল-ই -আজম’-এর একটি দৃশ্যের কথা মনে করিয়ে দিয়েছিল। মুঘল-ই-আজম সিনেমায় দিলীপ কুমার মধুমালার মুখে পালক ছুইয়ে দিচ্ছিলেন। এই দৃশ্যও দীর্ঘায়িত ছিল। আমির খান এবং করিশ্মা কাপুরের দীর্ঘায়িত চুম্বনের দৃশ্য ওই দৃশ্যকে মনে করিয়ে দিয়েছিল। তিনি পরিচালককে বলেছিলেন যে, এই দৃশ্য একটা মাইলস্টোন সৃষ্টি করবে।
প্রসঙ্গত, এই দৃশ্যটির শুটিং করতে মোট ৮ ঘণ্টা সময় লেগেছিল। এমনকি দৃশ্যের সময়সীমা বেশ দীর্ঘ ছিল। কিন্তু পরবর্তীকালে তা কেটে দেন পরিচালক। যদিও সেটা সেন্সরের কারণে নয়। আজ আরও একবার এই দৃশ্য সকলকে এক গভীর রোমান্টিক মুহূর্ত মনে করিয়ে দিল।