Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মানালি-অভিমন্যুর মধুচন্দ্রিমা, দার্জিলিং-এর ঠান্ডা উপভোগ করছেন নবদম্পতি

করোনা পরিস্থিতিতে বিয়ে হয়েছিল পরিচালক অভিমন্যু ও অভিনেত্রী মানালির। সেই সময় হানিমুনে যাওয়ার সুযোগ হয়নি নবদম্পতির। ফলে কিছুদিন আগে সপরিবারে দার্জিলিংয়ে গিয়েছেন অভিমন্যু ও মানালি। এই মুহূর্তে দার্জিলিং-এর ঠান্ডা উপভোগ…

Avatar

করোনা পরিস্থিতিতে বিয়ে হয়েছিল পরিচালক অভিমন্যু ও অভিনেত্রী মানালির। সেই সময় হানিমুনে যাওয়ার সুযোগ হয়নি নবদম্পতির। ফলে কিছুদিন আগে সপরিবারে দার্জিলিংয়ে গিয়েছেন অভিমন্যু ও মানালি। এই মুহূর্তে দার্জিলিং-এর ঠান্ডা উপভোগ করছেন তাঁরা। অভিমন্যু ও মানালি দুজনেই পরিবারকেন্দ্রিক। এই কারণে তাঁরা দুজনে একান্তে হানিমুন করতে না গিয়ে ফ্যামিলি ‍ট‍্যুরে যাওয়াই শ্রেয় বলে মনে করেছেন। দার্জিলিং থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন মানালি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি লকডাউনের সময় অভিমন্যু ও মানালি ঘরোয়া অনুষ্ঠান করে রেজিস্ট্রি ম্যারেজ করেন। দুই পরিবারের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে পুজোর সময় আরও একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারণ বিয়ের পর মানালি ও অভিমন্যুর প্রথম পুজো। অনুষ্ঠানে মানালি লাল রঙের শাড়ি পরেছিলেন। হাতে ছিল শাঁখা-পলা, নোয়া, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ। মানালি খোঁপা সাজিয়েছিলেন সাদা ফুল দিয়ে। করোনা বিধি মেনে অভিমন্যু ও মানালি পুজোমন্ডপে যাননি। বাড়ির অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মানালি। নেটিজেনরা অভিমন্যু ও মানালিকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন।

স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘বউ কথা কও’-এ ‘মৌরি’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন মানালি। এরপর ছেলেবেলার বন্ধু ও গায়ক সপ্তক ভট্টাচার্যের সঙ্গে তাঁর বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পর মানালি-সপ্তকের ইগোর লড়াই শুরু হয়। একসময় তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মানালি সম্পূর্ণভাবে কেরিয়ারে মন দেন। এইসময় বেশ কয়েকটি সিরিয়াল ও ফিল্মে অভিনয় করেন মানালি। শক্তিশালীঅভিনেত্রী হিসাবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করেন তিনি। এরপর অভিমন্যুর সাথে তাঁর পরিচয় হয়। তখন অভিমন্যুর সঙ্গে তাঁর স্ত্রী অনিন্দিতা বোসের ডিভোর্স হয়ে গেছে। মানালি ও অভিমন্যুর সম্পর্ক ক্রমশ দানা বাঁধে। অবশেষে চলতি বছর বিয়ে করেন দুজনে।

About Author