অন্যদিকে, আগের ম্যাচেই এটিকে-মোহনবাগানকে হারিয়ে আত্মবিশ্বাসের টগবগ করে ফুটছে জামশেদপুর এফসি। গতবারের আইএসএলে গোল্ডেন বুটজয়ী ভালসকিস জামশেদপুরে রয়েছেন। তিনি শেষ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন। তাই আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে স্বাভাবিকভাবেই বিপদ সংকেত হতে পারেন এই স্ট্রাইকার। বিপদ কাটিয়ে ইস্টবেঙ্গল জয় পায় কিনা, এখন সেটাই দেখার।The #TorchBearers are sweating it out before the Jamshedpur FC game. C'mon, boys! #ChhilamAchiThakbo #JoySCEastBengal #WeAreSCEB #JoyEastBengal #TorchBearers pic.twitter.com/dtoVKc2KpQ
— East Bengal FC (@eastbengal_fc) December 9, 2020
হারের হ্যাটট্রিকের পর জয়ের খোঁজে আজ জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল
এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেললেও একটি ম্যাচে জয়ের মুখ দেখা হয়নি। প্রথমে কলকাতা ডার্বিতে হার দিয়ে অভিযান শুরু করা হয়েছিল। তারপর আরও দুটি ম্যাচে ব্যাক-টু-ব্যাক হারের ফলে দলের আত্মবিশ্বাস একেবারে…

আরও পড়ুন