Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চলছে বিয়ের মরসুম, বিয়ের ফুল ফুটলো ‘জয় বাবা লোকনাথ’ সিরিয়ালের ‘হেমনলিনী’র

টলি ও টেলিপাড়ায় এই মুহূর্তে চলছে বিয়ের মরসুম। এই তালিকায় এবার নাম লিখিয়ে ফেললেন জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’-এর হেমনলিনী ওরফে লাবণী ভট্টাচার্য। আগামীকাল অর্থাৎ 10 ই ডিসেম্বর…

Avatar

টলি ও টেলিপাড়ায় এই মুহূর্তে চলছে বিয়ের মরসুম। এই তালিকায় এবার নাম লিখিয়ে ফেললেন জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’-এর হেমনলিনী ওরফে লাবণী ভট্টাচার্য। আগামীকাল অর্থাৎ 10 ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন লাবণী।

এই মুহূর্তে ভদ্রেশ্বরে নিজের বাড়িতে রয়েছেন লাবণী। সেখানেই সম্প্রতি অনুষ্ঠিত হল তাঁর আইবুড়ো ভাতের অনুষ্ঠান। পরিবারের সদস্যদের উপস্থিতিতে আইবুড়ো ভাত খেলেন লাবণী। লাবণী জানিয়েছেন, জাঁকজমকপূর্ণ বিয়ের শখ তাঁর বরাবরের। এই কারণে নিজের বিয়েতে সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ সব অনুষ্ঠান পালন করছেন লাবণী। কিন্তু করোনা অতিমারীর কারণে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে হচ্ছে লাবণীর। তবে তাতে লাবণীর উৎসাহে ঘাটতি নেই। মঙ্গলবার ছিল তাঁর মেহেন্দি ও সঙ্গীত। সঙ্গীতে জমিয়ে নেচেছেন লাবণী। লাবণীর ভাবী শ্বশুরবাড়ি নিউটাউনে। লাবণীর ভাবী বর WBCS এক্সিকিউটিভ। তবে এখনও জানা যায়নি লাবণীর বরের নাম। সোশ্যাল মিডিয়ায় লাবণী নিজের সঙ্গীত ও আইবুড়ো ভাতের ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্টার জলসার ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী লাবণী ভট্টাচার্য। পরবর্তী সিরিয়ালে তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করলেও তাঁকে একসময় পার্শ্বচরিত্রে এবং খল চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু একটুও দমে না গিয়ে লাবণী সমস্ত চরিত্রেই দক্ষ অভিনয় করে দর্শকদের মন জয় করতে সক্ষম হন। ‘জয় বাবা লোকনাথ’ ছাড়াও লাবণী অভিনয় করেছেন ‘কে আপন কে পর’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘ছদ্মবেশী’, ‘দীপ জ্বেলে যাই’ প্রভৃতি ধারাবাহিকে। কিছুদিন আগে ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-এর ওয়েব সিরিজ ‘বউ কেন সাইকো’-তে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। বিয়ের পরও আগের মতোই অভিনয় চালিয়ে যাবেন বলে জানিয়েছেন লাবণী।

About Author