Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবুকে হাসপাতালে দেখতে গেলেন মমতা, পিঠে হাত দিয়ে আশ্বস্ত করলেন বুদ্ধদেব কন্যাকে

ফের অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ অর্থাৎ বুধবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎই শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য তার শরীর খারাপ শুরু হয়। তৎক্ষণাৎ বুদ্ধবাবুকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে…

Avatar

ফের অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ অর্থাৎ বুধবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎই শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য তার শরীর খারাপ শুরু হয়। তৎক্ষণাৎ বুদ্ধবাবুকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে বুদ্ধবাবুর শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে। তিনি বাড়িতে অক্সিজেন সাপোর্ট নিয়ে থাকেন। প্রায় সারাক্ষণ তাকে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াতে হয়। পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে নাকে নল লাগানো থাকে তার সর্বক্ষণ। প্রায় ১৫ বছর ধরে বুদ্ধবাবুর এই সিওপিডির সমস্যা রয়েছে। তবে আজ হঠাৎই সেই সমস্যা বেড়ে গিয়েছে।

হাসপাতালে ভর্তি করার সময় তার শরীরে অক্সিজেন স্যাচুরেশন মাত্র ৭০ শতাংশ ছিল। তাই হাসপাতালে তার বিকেল সাড়ে চারটে নাগাদ করোনা রাপিড টেস্ট করা হয়। সেই টেস্টে ফল নেগেটিভ আশায় এখন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চিকিৎসকরা। হাসপাতালে করোনা পরীক্ষা করার পর তার আরও বেশ কিছু প্রাথমিক পরীক্ষা হয়েছে। তার জন্য ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন হয়েছে। এরপর সিটি স্ক্যান সহ একাধিক পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের অবনতি কথা জেনে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৎক্ষণাৎ টুইট করে লিখেছেন, “বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই কথা শুনে আমি যথেষ্ট উদ্বিগ্ন। যত দ্রুত সম্ভব তিনি যাতে সুস্থ হয়ে যায় তা প্রার্থনা করছি আমি। তার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে।”

বর্তমানে মুখ্যমন্ত্রী বিকেল বেলায় বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন। আজ দুপুরে প্রশাসনিক সবাই ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর তা সেরে বিকেলে নবান্নে আছেন তিনি। নবান্নে এসে কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সেখানে গিয়ে বুদ্ধবাবুর শরীরিক অবস্থার খোঁজ নেন তিনি। সেখানে বুদ্ধবাবুর মেয়ে সুচেতনার পিঠে হাত দেখে তাকে আশ্বস্ত করেন তিনি। বলেছেন, “উনি খুব কষ্ট পাচ্ছেন আমরা দেখলাম। আশা করি উনি খুব দ্রুত সেরে উঠবেন।”

About Author