Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শুভেন্দুকে খুনের চক্রান্ত, রাজ্যপালের কাছে তার নিরাপত্তার আবেদন জানাবেন ‘দাদার অনুগামী’রা

অনুগামীদের মাঝে মধ্যমণি তিনি। আর তিনিই নাকি ভুগছেন নিরাপত্তাহীনতায়। সম্প্রতি মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্য সরকারের দেওয়া জেড ক্যাটেগরির নিরাপত্তাও প্রত্যাহার করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আর এখন নাকি…

Avatar

অনুগামীদের মাঝে মধ্যমণি তিনি। আর তিনিই নাকি ভুগছেন নিরাপত্তাহীনতায়। সম্প্রতি মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্য সরকারের দেওয়া জেড ক্যাটেগরির নিরাপত্তাও প্রত্যাহার করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আর এখন নাকি তাকে নিয়েই করা হচ্ছে খুনের চক্রান্ত। মঙ্গলবার কাঁথিতে এমনটাই জানিয়েছেন শাসক দলের সম্পাদক কনিষ্ক পণ্ডা।

এইদিন শুভেন্দুর কাছের তৃণমূল নেতা কনিষ্ক বলেন,”আমরা সূত্র হতে জেনেছি। শুভেন্দুর খুনের চক্রান্ত চলছে। জরুরী ভিত্তিতে প্রয়োজন তার নিরাপত্তার। তার নিরাপত্তার জন্য রাজ্যপাল জগদীপ ধণখড়ের কাছে যাবেন শুভেন্দুর অনুগামীরা।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এইদিন কনিষ্ক পণ্ডা আরও বলেছেন, শুভেন্দুর নিরাপত্তার বিষয়ে মঙ্গলবার একটি বৈঠক করতে চলেছেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা। কবে রাজ্যপালের থেকে তারা সময় চাইবেন সেই বিষয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। সূত্রের খবর, শুভেন্দুকে নিরাপত্তা দেওয়ার আবেদন জানাবেন তার অনুগামীরা। আবেদন জানানো হবে রাজ্যপালের কাছে। এছাড়া তাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কেও জানানো হবে।

শনিবার রাতে ঘনিষ্ঠদের সাথে বৈঠক করেন জননেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে তিনি দলে থাকবেন নাকি না সেই বিষয় একেবারেই পরিষ্কার নয়। জানা গিয়েছে যে, এই মাসের মাঝামাঝির দিকে নিজের দল পরিবর্তনের বিষয়ে জানাতে পারেন শুভেন্দু। তবে ততদিন তার কথা হয়ে যাবে গেরুয়া শিবিরের সাথে। সেই কারণেই এই মাসের মাঝের সময় টি বেঁছে নিয়েছেন নেতা।

প্রসঙ্গত উল্লেখ্য, মন্ত্রিত্ব থেকে কিছুদিন আগে পদত্যাগ করেছেন জননেতা শুভেন্দু। রাজ্য সরকার এর নিরাপত্তা প্রত্যাহার সম্পর্কেও বলেছেন তিনি। মন্ত্রিত্বের সাথে প্রত্যাহার করে নেওয়া হয়েছে তার গাড়ি।

About Author