Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“ঠিক বলেছেন সেলিম”, মমতাকে বাক্যবাণ ছুঁড়তে গিয়ে সেলিমের বক্তব্য সমর্থন দিলীপের

বরাবরই বেলাগাম। শাসক দলকে আক্রমণ করতে সময় লাগেনা তার। হ্যাঁ ঠিকই ধরেছেন, এখানে কথা হচ্ছে বিজেপির সভাপতি দিলীপ ঘোষের। বহুবার তার রাজনৈতিক মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। তবে আড়ালে আবডালে নয়,…

Avatar

বরাবরই বেলাগাম। শাসক দলকে আক্রমণ করতে সময় লাগেনা তার। হ্যাঁ ঠিকই ধরেছেন, এখানে কথা হচ্ছে বিজেপির সভাপতি দিলীপ ঘোষের। বহুবার তার রাজনৈতিক মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। তবে আড়ালে আবডালে নয়, তিনি কথা বলতে ভালোবাসেন সকলের সামনেই। তিনি নিজে বলেছেন,”বিতর্ক যত বেশি তত প্রচার। এতে পার্টির লাভ। রাজনীতিই তো করতে এসেছেন তারা।” এইবার দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সমর্থনের প্রসঙ্গে বলতে গিয়ে বাক্যবাণ ছুঁড়লেন সিপিএম নেতা মহম্মদ সেলিমকে।

বনধকে নৈতিক ভাবে সমর্থন করেছেন বাংলার শাসক শিবির। আগের দিনের সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছিলেন, কৃষকদের স্বার্থে করা তার অনশনের কথা। কৃষকদের জন্য যে আজও তার মন কাঁদে তার কথা। তৃণমূল সুপ্রিমোর দিকে বাক্যবাণ ছোঁড়েন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,” মমতার হাতে আর কোনও বিষয় নেই। বরং তৃণমূলের বিরুদ্ধে বহু ইস্যু রয়েছে। বিজেপি ঝাঁপিয়ে পড়েছে তাদের দিকে। হাজার হাজার আন্দোলন আছে বিজেপির সাথে। আমাদের আটকাতে চালানো হয়েছে গুলি। মমতার বাঁচার জন্য খড়কুটো টুকুও আর নেই।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপরেই বামেদের প্রাক্তন সাংসদের কথা টেনে আনেন দিলীপ। বলেন,”সেলিম ভালোই বলেছেন। নিমন্ত্রণ ছাড়াই উনি ঢুকে পড়েছেন বিয়ে বাড়িতে। এখানে বনধ কেউই ডাকেনি। কেবল সমর্থন করেছেন উনি। ১০ বছরে কৃষক শ্রমিক কারো জন্য কিছুই করেননি। এখন কেবল প্রতিশ্রুতি দিচ্ছেন। সফল হবেনা মমতার আন্দোলন। মানুষ বিদায় করবে তাকে।”

কয়েক দিন আগে মহম্মদ সেলিম কটাক্ষ করেছিলেন,”উনি তো ইভেন্ট ম্যানেজার। যেচে ঢুকে পড়েন বিয়েবাড়ি দেখলেই। সাংসদ এবং বিধায়ক জিনের অবস্থান ঠিক করুন আগে। তারা কেউ নেই কেন? কেবল ব্যক্তিগত উদ্দেশ্যের জন্য উনি এইসব করতে চান।”

About Author