বেশ কয়েক বছর আগে একটি গান সবার মুখে মুখে ফিরেছিল। সেটি হল, ‘ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না’। আর ঠিক তার কয়েক বছর পর এভাবেই আরও একটি গান সম্প্রতি আমাদের সকলের মুখে ঘুরে বেড়াচ্ছে। আট থেকে আশি সকলেই যেন বলছে ‘টুম্পা সোনা আমি তোমায় বড্ড ভালবাসি’। হ্যাঁ, পুজো মণ্ডপ হোক বা পাড়ার মোড়, বিসর্জন হোক বা অটোয় যাওয়ার সময় সব জায়গাতেই শুধু বেজেই চলেছে ‘টুম্পা’ সং। অল্প কয়েকদিনের মধ্যেই যেন সকলের এই গানটি মুখস্থ হয়ে গিয়েছে। সকলেই যেন সকলকে বলতে চায় ‘ও টুম্পা সোনা, একটা হাম্পি দেনা’। তবে এবার ‘টুম্পা সোনা’-র পর নতুন গান বাজারে এল। এই গান নিয়েও চর্চা কম হচ্ছে না। গানটি হল, ‘ও ঘন্টা সোনা’।
আরব দে চৌধুরী ও অভিষেক সাহা ‘রেস্ট ইন প্রেম’ নামে একটি ওয়েব সিরিজ বানিয়েছে। তাতেই এই ‘টুম্পা সোনা’ গানটি ব্যবহৃত হয়। আরজে সায়নের তৈরি করা এই মিউজিক ভিডিও অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই গান। আর এবার এই গানের ফিমেল ভার্সন ‘ঘন্টা সোনা’ প্রকাশ পেল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowhttps://youtu.be/lyJmknbFC_I
একটা ছেলে বউ পালিয়ে যাওয়ার পর গান গেয়েছে ‘টুম্পা সোনা’। এটার বিপরীত অর্থ বোঝানো হয়েছে ‘ঘণ্টা সোনা’ গানে। যেখানে একটি মেয়ের বর পালিয়ে যাওয়ার গল্প বলা হয়েছে। গানের মিউজিক ব্যাকগ্রাউন্ড এক থাকলেও প্রত্যেকটা লাইন বদলে গিয়েছে। আর ‘টুম্পা’-র জায়গায় ‘ঘন্টা’ শব্দটি ব্যবহার করা হয়েছে। মুহূর্তের মধ্যে একটি মেয়ের লিপে এই গান তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।