বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে আসতে দেখা যায় বাবা রামদেবকে। সম্প্রতি রাস্তা দিয়ে সাইকেল চালানোর সময় হঠাৎ করে পড়ে গিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন রামদেব। আর এবারও এমনই একটি কারণে লাইমলাইটে এলেন বাবা রামদেব। তবে এবারের কারণটা বেশ বেদনাদায়ক। হাতির পিঠে উঠে যোগব্যায়াম দেখাতে গিয়েছিলেন বাবা রামদেব। কিন্তু ভারসাম্য বজায় রাখতে না পেরে হুড়মুড়িয়ে সপাটে পড়লেন মাটিতে। সজোরে লেগেছে তাঁর কোমরে। এমনই একটি পড়ে যাওয়ার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাস্থলে যারা ছিলেন, তারাও এই ঘটনায় হেসে ফেলেছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেও হাসির খোরাক হতে হয়েছে বাবা রামদেবকে।
জানা গিয়েছে, মথুরায় গুরু শরনানন্দের আশ্রম রমন রেতিতে সেখানকার সাধুদের যোগাভ্যাস শেখাচ্ছিলেন রামদেব। সেখানেই হঠাৎ এই বিপত্তি ঘটে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, যোগাসন করতে তিনি হাতির পিঠে বসে আছেন। তবে গজপতির বিষয়টি বোধ হয় একেবারেই পছন্দ হয়নি। তাই সে নড়েচড়ে উঠতেই ভারমাস্য হারান রামদেব। আর তারপরেই মাটিতে সজোরে পড়ে যান তিনি। যদিও নিজের সম্মান রক্ষার্থে সকলে হেসে ওঠার কারণে পড়ে গিয়েও স্বাভাবিকভাবে লাগেনি এমনটা বোঝানোর জন্য উঠে দাঁড়িয়ে তিনি নিজেও হাসতে হাসতে হাঁটতে শুরু করেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে নেটিজেনদের একাংশ এই ভিডিও নিয়ে হাসিঠাট্টা করলেও একাংশ আবার প্রশংসা করেছেন রামদেবের। অনেকে বলেছেন, রামদেব বলেই এই বয়সে হাতির পিঠে উঠে যোগাসন দেখানোর মত সাহস দেখাতে পেরেছেন। অন্য কেউ হলে সেটা সম্ভব হত না। এভাবেই রামদেবের পড়ে যাওয়ার ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
And here is Baba Ramdev performing yoga on Elephant in UP.. Visuals says it all… #Ramdev pic.twitter.com/dCqtvWOqTE
— Anubhav Khandelwal (@_anubhavk) October 13, 2020