সম্প্রতি অভিনেত্রী ও সঞ্চালিকা জিনা তরফদারের একটি ছবি ভাইরাল হলো নেট দুনিয়ায়। ছবিতে জিনার পরনে রয়েছে কালো জিম শর্টস ও নীল রঙের স্পোর্টস ব্রা। এই পোশাকে জিনাকে বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। প্রায়ই জিনা ইন্সটাগ্রামে হট লুকে ফটো পোস্ট করেন। কখনো রেড সিকুইনড স্প্যাগেটি টপে, কখনও আবার বাহারী টিউব টপে ফটো পোস্ট করেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমডেলিং দিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করলেও জিনাকে পরিচিতি দেয় বাংলার জনপ্রিয় মিউজিক চ্যানেল সঙ্গীত বাংলার শো ‘এসবি টপ 10’। এছাড়াও জিনা সঙ্গীত বাংলার জনপ্রিয় শো ‘এসবি সুপারহিটজ’ সঞ্চালনা করেন। ইদানিং কালার্স বাংলার বেশ কিছু সিরিয়ালে অভিনয় করছেন জিনা।
বিখ্যাত বিউটি কনটেস্ট ‘সানন্দা তিলোত্তমা’র ফাইনালিস্ট ছিলেন জিনা। তবে এই কনটেস্ট জিততে পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় জিনা ‘ভি.জে.জিনা’ নামে যথেষ্ট বিখ্যাত। এই মুহূর্তে তাঁর ফলোয়ার্স 200k অতিক্রম করে গেছে।