সব মিলিয়ে বিপদসীমার মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীর জীবন। এখন যে সকল রিয়ালিটি শোয়ে সঞ্চালনার দায়িত্ব পালন করছেন তিনি, তা থেকে তাকে বাদ দেওয়া হবে কিনা, সেই প্রশ্ন উঠছে। একাংশ ভারতীকে বাদ দেওয়ার স্বপক্ষে সওয়াল করেছে, আবার একাংশ ভারতীকে অশ্লীল ভাষায় তীব্র সমালোচনা করেছে। সব মিলিয়ে কমেডি তো দূরে থাক, জীবনের সামান্য আনন্দটুকু বর্তমানে নেই ভারতীর জীবনে, এমনটা বলাই যায়।
মাদক কেলেঙ্কারিতে গ্রেফতার, এখন পেট চালাতে হিমশিম খাচ্ছে ভারতী সিং
সুশান্ত সিং রাজপুত মৃত্যুর পর থেকেই যেভাবে বলিউডে মাদকচক্র ফাঁস হচ্ছে, তাতে একের পর এক সেলিব্রেটিরা এনসিবির জালে ধরা পড়ছে। সম্প্রতি গ্রেফতার করা হয়েছে কমেডিয়ান ভারতী সিংকে। তিনি নিজেও স্বীকার…

আরও পড়ুন