Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩ নাকি ১০% ডিএ? সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী

৩ নাকি ১০%? কত শতাংশ দেওয়া হবে ডিএ? এইদিন এমনই এক প্রশ্নে রীতিমতো ক্ষুব্ধ হয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ হয়ে তিনি বলেন,"এখন থেকেই লবি করছেন?"…

Avatar

৩ নাকি ১০%? কত শতাংশ দেওয়া হবে ডিএ? এইদিন এমনই এক প্রশ্নে রীতিমতো ক্ষুব্ধ হয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ হয়ে তিনি বলেন,”এখন থেকেই লবি করছেন?” বৃহস্পতিবার রাজ্যের সরকারি কর্মীদের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, আগামী জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মীদের দেওয়া হবে ৩ শতাংশ ডিএ। এইদিন তিনি বলেন,” আপনাদের একটা ছোট কথা বলতে চাই আমি। প্রতি বছরই জানুয়ারি মাসে একটা ডিএ দেওয়া হয় রাজ্য সরকারি কর্মীদের। আমার ক্ষমতা থাক বাঁ না থাক, আপনারা আপনাদের ডিএ এইবার জানুয়ারিতেও পাবেন। ৩% ডিএ দেওয়া হবে আপনাদের। এই পরিস্থিতির মধ্যেও ডিএ পাবেন আপনারা।”

পড়ে একজন সাংবাদিক একটি প্রশ্ন করে মুখ্যমন্ত্রীকে। তার প্রশ্ন ছিল,তিন শতাংশ নাকি ১০ শতাংশ ভাতা?। তিনি বলেন ,” আপনি জানালেন, জানুয়ারি মাসে ডিএ বাড়ানো হবে, সেটা ৩% বাড়বে নাকি ১০%।” এই প্রশ্ন ভেসে আসার সাথে সাথেই নিজের কন্ট্রোল হারান মুখ্যমন্ত্রী। তিনি বলেন,” আমি তিন শতাংশ বলেছি। আপনি কে? কে বলছেন আপনি?” তার উত্তরে ওই সাংবাদিক বলেন,” আসলে আমরা শুনতে পারিনি। অডিয়োতে সমস্যা ছিল।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে তাতেও রাগ কমেনি মুখ্যমন্ত্রীর। এরপর সাংবাদিক কিছু বললেই মুখ্যমন্ত্রী বলেন,”এখন থেকেই লবি করতে শুরু করেছেন? টাকাটা আপনিই দিয়ে দিন না। বা আপনার অর্গানাইজেশনকে বলুন টাকাটা দিয়ে দিতে। আপনি সোজা জিজ্ঞেস করতে পারতেন কত শতাংশ। তা না করে আপনি আমায় একটা সাবজেক্ট বলে দিলেন। তাতেই বোঝা যাচ্ছে সব। এইগুলো করবেনা। এইগুলো কখনও করবেন না।” সাংবাদিক অবশ্য বলেন,অডিও তে সমস্যা হচ্ছিল। তাই তিনি শুনতে পাননি। তখন মুখ্যমন্ত্রী দাবি করেন,আগেই তো দুই শতাংশ ডিএ দেওয়া হয়। এইবার তা ৩ শতাংশ করা হয়েছে।

About Author