Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চাদরের তলায় দুজনের ঘনিষ্ঠ মুহূর্ত ফাঁস নেট দুনিয়ায়, ভাইরাল অভিনেত্রীর ছবি

টেলিটাউনের জনপ্রিয় অভিনেত্রী জেসমিন রায় সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। প্রায়ই তিনি বয়ফ্রেন্ড অভিনেতা গৌরব মন্ডলের সঙ্গে ঘনিষ্ঠ ফটো ও ভিডিও পোস্ট করেন। তবে কেন পোস্ট করেন তা জানা না…

Avatar

টেলিটাউনের জনপ্রিয় অভিনেত্রী জেসমিন রায় সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। প্রায়ই তিনি বয়ফ্রেন্ড অভিনেতা গৌরব মন্ডলের সঙ্গে ঘনিষ্ঠ ফটো ও ভিডিও পোস্ট করেন। তবে কেন পোস্ট করেন তা জানা না থাকলেও নেটিজেনদের অভ্যাস হয়ে গেছে গৌরব ও জেসমিন-এর ছবিতে ‘হার্ট’ ইমোজি দেওয়া। প্রায়ই গৌরব ও জেসমিনের ফটো ভাইরাল হয়। যেমন সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁদের হট ফটোশুট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গৌরব ও জেসমিন তাঁদের হট ফটোশুটে ব্যবহার করেছেন সাদা চাদর। সাদা চাদরের তলায় দুজনেই দুজনের সাদা টি-শার্ট টেনে ধরে আছেন। কিন্তু এই খানে এসে যাচ্ছে একটি অদ্ভুত ব্যাপার সেটি হলো যবে থেকে বিবেক ওবেরয় ও রানী মুখার্জি অভিনীত জনপ্রিয় বলিউড ফিল্ম ‘সাঁথিয়া’ রিলিজ করেছে, তবে থেকে বিগত বহু বছর ধরে অধিকাংশ টেলিটাউন কাপল এই ধরনের ফটোশুট করে থাকেন। প্রসঙ্গত, ‘সাঁথিয়া’য় ‘হে উড়ি উড়ি’ গানে এই ধরনের দৃশ্য ছিল। এমনকি কয়েক বছর আগে কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘দিল সে দিল তক’-এ ‘সাঁথিয়া’র এই বিখ্যাত গানটি ব্যবহার করে সিরিয়ালের নায়ক-নায়িকা সিদ্ধার্থ শুক্লা ও রেশমি দেশাই-কে এই ধরনের দৃশ্য রিক্রিয়েট করা হয়েছিল। ‘দিল সে দিল তক’ কালার্স চ্যানেলে সম্প্রচারিত হওয়ার পর আরো বেশি করে এই ধরনের কনসেপ্ট ফটোশুটে ব্যবহার হতে থাকে। গৌরব ও জেসমিন-ও এই পথেই হেঁটেছেন। এছাড়া বিজয়া দশমীর দিন কপালে ও গালে সিঁদুর মেখে গৌরবের সঙ্গে আবেগঘন ফটো শেয়ার করেছিলেন জেসমিন।

দীর্ঘদিন ধরেই গৌরব ও জেসমিন সম্পর্কে রয়েছেন। লকডাউনের সময় তাঁরা একসাথেই ছিলেন। ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ সিরিয়ালটি জেসমিনকে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় করে তোলে। এরপর জেসমিন অভিনয় করেন ‘মায়ার বাঁধন’ ও ‘মীরা’ সিরিয়ালে। কিন্তু অভিনেত্রী হিসেবে তাঁকে সাফল্য এনে দেয় জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ত্রিনয়নী’র খল চরিত্র। এই চরিত্রে অভিনয় করে জেসমিন দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন।

About Author