দিন কয়েক আগেই নুসরতের স্বামী ও পেশায় গারমেন্ট ব্যবসায়ী নিখিল জৈন নুসরতকে একটি বিশেষ ডিজাইনার শাড়ি উপহার দিয়েছেন যাতে এখনও পর্যন্ত নুসরতের অভিনীত চরিত্রগুলির নাম খোদাই করা রয়েছে। নুসরত এই শাড়িটি পরে ইন্সটাগ্রামে ফটো শেয়ার করতেই অনেকে এই ধরনের শাড়ি কোথায় পাবেন তা জানতে চেয়েছিলেন।কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নুসরত ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sos কোলকাতা ‘। কিন্তু ফিল্মটি বক্স অফিসে সাফল্য পায়নি। অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত অভিনয় করেছেন যশের সহকর্মী ও প্রেমিকার চরিত্রে। ফিল্মটি সাফল্য না পেলেও ফিল্মের প্রোমোশনাল সঙ ভিডিও-য় নুসরতের লেদারের পোশাক কলকাতার ফ্যাশন ডিজাইনারদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে।
জিরো ফিগারে ট্রোলড নুসরত, বাঙালিয়ানায় চমকে দিলেন বিশ্বকে
অভিনেত্রী নুসরত জাহান রুহি জৈন বরাবর ফিটনেস ফ্রিক। তাঁর চেহারার ধাঁচ বরাবর রোগার দিকে। এর ফলে নেটিজেনদের একাংশ ভাবতে শুরু করেছেন নুসরত নাকি সাইজ জিরো। কিন্তু নুসরতের ফিগার ও সাইজ…

আরও পড়ুন