Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সৎ মা করিনা কাপুরকে কি বলে সম্বোধন করেন সারা আলি খান? ফাঁস হল তথ্য

‘হিরোইন’ করিনা কপূর খান মানেই হট অ্যান্ড হ্যাপেনিং বেবো। কয়েক বছর আগে করিনা কপূরের সঙ্গে বিয়ে হয়েছে পতৌদি নবাব ও অভিনেতা সইফ আলি খানের। সইফ ও করিনার বয়সের ফারাক অনেকটাই।…

Avatar

‘হিরোইন’ করিনা কপূর খান মানেই হট অ্যান্ড হ্যাপেনিং বেবো। কয়েক বছর আগে করিনা কপূরের সঙ্গে বিয়ে হয়েছে পতৌদি নবাব ও অভিনেতা সইফ আলি খানের। সইফ ও করিনার বয়সের ফারাক অনেকটাই। কিন্তু করিনার সঙ্গে সইফের আগের পক্ষের মেয়ে সারার বয়সের ফারাক বেশি নয়। ফলে সইফ ও করিনার বিয়ের পরে সারার পক্ষে করিনাকে কি বলে সম্বোধন করা উচিত তা নিয়ে দ্বিধায় ছিলেন সারা।

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে সইফ ও করিনা জানিয়েছেন, একসময় সারা করিনার স্টারডমের ফলে ভাবতেন করিনা হয়তো কোনোদিন তাঁকে পছন্দ করবেন না। কিন্তু তার থেকেও বেশি সমস্যা ছিল করিনাকে সম্বোধনের ব্যাপারটি। এই বিষয়ে চিন্তিত সারা সইফ ও করিনার বিয়ের কিছুদিন পরে সইফকে ফোন করে জিজ্ঞাসা করেন, তাঁর কি করিনাকে ‘আন্টি’ বলে ডাকা উচিত! সইফ সারার এই প্রশ্নে রীতিমত অবাক হয়ে বলেন, ‘আন্টি’ ছাড়া অন্য যা কিছু বলে সারা ডাকতে পারেন করিনাকে। করিনা ও সারার বয়সের ফারাক বেশি না হওয়ার কারণে সারা করিনাকে ‘মা’ বলে ডাকতে অস্বস্তি বোধ করছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একসময় করিনাই সমস্যার সমাধান করে সারাকে বলেন , তিনি সারার মা অমৃতা সিং-কে ব্যক্তিগত ভাবে পছন্দ করেন। সারার জীবনে তাঁর মায়ের অস্তিত্ব আছে। এই কারণে তিনি সারার খুব ভালো বন্ধু হতে চান। এরপরেই সারা ও করিনার সম্পর্ক সহজ হয়ে ওঠে। করিনা কোনোদিন সারা ও ইব্রাহিমকে নিজের স্টারডম দেখাননি। সারা করিনাকে ‘কে’ বা ‘করিনা’ বলে সম্বোধন করেন। সারা ও ইব্রাহিমের সঙ্গে করিনার নিখাদ বন্ধুত্ব -এর প্রমাণ একাধিকবার পাওয়া গেছে। সারা ও ইব্রাহিম করিনার সঙ্গে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা করেন। প্রাক্তন স্ত্রী অমৃতাকে এখনও যথেষ্ট সম্মান করেন সইফ। তিনি মনে করেন তাঁর ও অমৃতার সন্তান সারা ও ইব্রাহিম তাঁদের মধ্যে যোগসূত্র বজায় রেখেছেন।

About Author