Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শরীরে নেই কোন পোশাক, বাথটবে হট লুকে অভিনেত্রী এনা সাহা, ভাইরাল ছবি

সম্প্রতি অভিনেত্রী এণা সাহা নিজের বাথটব ফটোশুট ছবি শেয়ার করলেন ইন্সটাগ্রামে। এণা ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে এণার ছবি। ছবিতে এণাকে…

Avatar

সম্প্রতি অভিনেত্রী এণা সাহা নিজের বাথটব ফটোশুট ছবি শেয়ার করলেন ইন্সটাগ্রামে। এণা ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে এণার ছবি। ছবিতে এণাকে দেখা যাচ্ছে বাথটবে একরাশ ফেনার মধ্যে শুয়ে থাকতে। এণা ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তিনি নতুন করে নিজেকে আবিষ্কার করছেন।

এণা সাহা সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন। ‘রাতভর বৃষ্টি’, ‘বউ কথা কও’, ‘বন্ধন’ সিরিয়ালে এণার অভিনয় জনপ্রিয় হয়। এরপর এণা সোমনাথ গুপ্ত পরিচালিত বাংলা ফিল্ম ‘আমি আদু’-র মাধ্যমে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। ‘1:30 a.m.’ফিল্মে নিশির চরিত্রে এণার অভিনয় ফিল্ম সমালোচকদের কাছে প্রশংসনীয় হয়। 2013 সালে এণা একটি মালয়ালম ফিল্মে অভিনয় করেন। সম্প্রতি ‘ভুত চতুর্দশী’ ফিল্মে এণার অভিনয় প্রশংসনীয় হয়েছে। এছাড়াও বেশ কিছু তেলেগু, কন্নড় ও মালয়ালম ফিল্মে অভিনয় করছেন এণা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চলতি বছরে এণা নিজের প্রোডাকশন হাউজ ওপেন করেছেন। কিছুদিন আগেই এণা সাহার প্রোডাকশন হাউজ ও প্রত্যুষ প্রোডাকশনের যৌথ প্রযোজনায় মুক্তি পেয়েছে ‘sosকোলকাতা’। করোনা পরিস্থিতিতে আনলক পর্বে টলিউডে প্রথম শুটিং শুরু করেছিল ‘sosকোলকাতা’-র প্রোডাকশন টিম। সমস্ত করোনা বিধি মেনে শুটিং হয়েছিল ‘sosকোলকাতা’র। নির্মাতারা শুটিং স্পট থেকে শুটিংয়ের বিভিন্ন ফটো ও ভিডিও শেয়ার করতেন সোশ্যাল মিডিয়ায়। যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তী ও নুসরত জাহান অভিনীত ‘sosকোলকাতা’র গল্প মূলতঃ জঙ্গি দমনের কাহিনীর উপর ভিত্তি করে। এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। মিমি অভিনয় করেছেন যশের স্ত্রীর ভূমিকায়। নুসরত অভিনয় করেছেন যশের সহকর্মী ও প্রেমিকার ভূমিকায়। ‘sos কোলকাতা’য় এণা নিজেও অভিনয় করেছেন। এই ফিল্মের বেশ কয়েকটি গান সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। তবে ফিল্মটি বক্স অফিসে সুপারহিট হয়নি।

About Author