Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“আমি জাহাজে চপারে চড়িনি পায়ে হেঁটে এসেছি”, জল্পনা তৈরি করলেন মদন মিত্র

প্রোফাইল পিকচারের ক্যাপশনে একটি বিশেষ শব্দ লিখে আবারো রাজনৈতিক জল্পনায় চলে এলেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি তার প্রোফাইল পিকচারে একটি ক্যাপশন দিলেন, টাইম ফর প্যাক আপ। তবে এই ক্যাপশন…

Avatar

প্রোফাইল পিকচারের ক্যাপশনে একটি বিশেষ শব্দ লিখে আবারো রাজনৈতিক জল্পনায় চলে এলেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি তার প্রোফাইল পিকচারে একটি ক্যাপশন দিলেন, টাইম ফর প্যাক আপ। তবে এই ক্যাপশন এর মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন তা নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। এইরকম একটি রাজনৈতিক পরিস্থিতিতে যখন অনেকেই দলবদল করছেন সেই মুহূর্তে মদন মিত্রের এই ধরনের মন্তব্য অত্যন্ত ইঙ্গিতবাহী বলে মনে করছেন অনেকে।

তবে সেই উত্তর তার একটি ফেসবুক লাইভে এসে তিনি দিলেন। সেই সঙ্গে একেকটি এমন মন্তব্য করে আবারও জল্পনা তৈরি করলেন তিনি। তিনি তার নিজের স্টাইলে বললেন,”আমিও কিন্তু জাহাজে চড়িনি। আমি চপারেও চড়িনি। আমি পায়ে হেঁটে এসেছি।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদি মদন মিত্র বললেন, “বাংলায় এখন অনেক ক্ষমতাশালী নেতা মন্ত্রী, অনেকের দেখি প্রচুর জনপ্রিয়তাও। এতে আমি খুব খুশি। কারোর কোন জনপ্রিয় তাহলে আমি খুশি হই। কিন্তু তাদের একটা কথা বলি, আমি মদন মিত্র, মন্ত্রী ছিলাম ২০১৩-১৪ সালে। আর এটা ২০২০ সাল। আজকে যারা খুব জনপ্রিয় তারা মন্ত্রিত্ব ছেড়ে তার ক্ষমতা ছেড়ে ৬ বছর পরে আমার সঙ্গে দেখা করবেন। তখন আমি জনপ্রিয়তা মেপে নেব। ”

যখন আমি মন্ত্রী হয়েছিলাম, তখন বিশাল ব্যবধানে ভোটে জিতেছিলাম। তখন কিন্তু এত ফোন আসেনি। কিন্তু কাল থেকে এতো ফোন আসছে তার কারণটা বুঝতে পারছিনা। প্রায় কয়েক হাজার ফোন এসেছে। সকলের মুখে এই একই প্রশ্ন। প্যাক আপ বিষয়টা কি? আপনারা ব্যাক আপ জানেন আর প্যাক আপ জানেন না? প্যাক আপ মানে, নতুন লড়াইয়ের জন্য তৈরি হওয়া।

এছাড়াও তিনি বললেন, ” আমি কিন্তু জাহাজেও চড়িনি, আর চপারেও চড়িনি। আমিও কিন্তু পায়ে হেঁটে এসেছি। কয়েকজনের রাগ তো নিশ্চয়ই হতে পারে। যার যা রাগ হয়েছে মিটিয়ে নিন। কতদূর কে যেতে পারেন আমিও ভুলে গেলাম। স্ট্যাটাস বদলে যেতে পারে, স্টরি বদলে যেতে পারে কিন্তু ক্যারেক্টার বদলাবে না। আগামী দিন প্রমাণ হবে। আজকে আমায় যা দিয়েছ, সব তৃণমূল কংগ্রেস দিয়েছে, কামারহাটি দিয়েছে। আমাকে কিন্তু দল তাড়িয়ে দেয় নি। দল আমাকে অনেক কিছু দিয়েছে।”

About Author