Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অধিকার আদায় করে নিতে হবে মতুয়াদের, রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মতুয়া নেতা শান্তনুর

সে কংগ্রেস হোক, কিংবা বামফ্রন্ট, তৃণমূল হোক কিংবা বিজেপি। কেউই নিজের কথা রাখেনি। কেউ রাখেনি প্রতিশ্রুতি। মতুয়াদের দেওয়া হয়নি নাগরিকত্ব। আজ সেই দাবিতেই নিজের ক্ষোভ উগরে দিলেন বনগাঁর বিজেপি সাংসদ…

Avatar

সে কংগ্রেস হোক, কিংবা বামফ্রন্ট, তৃণমূল হোক কিংবা বিজেপি। কেউই নিজের কথা রাখেনি। কেউ রাখেনি প্রতিশ্রুতি। মতুয়াদের দেওয়া হয়নি নাগরিকত্ব। আজ সেই দাবিতেই নিজের ক্ষোভ উগরে দিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

এইদিন ঠাকুরবাড়িতে মতুয়াদের সম্মেলনে বর্ণবাদের নামে রাজনৈতিক দলের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে বিজেপি নেতাকে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে প্রায় তিন কোটি মতুয়া ধর্মের মানুষ থাকেন। কিন্তু মতুয়া ধর্মের মানুষদের উপেক্ষা করা হয় বলে প্রশ্ন তোলেন তিনি। উপস্থিত সমস্ত মতুয়া ভক্ত দের সামনে তিনি বলেন,”কোন সরকারের থেকে জবাব চাইবেন? বলুন। কেউ ই আপনাদের জবাব দেবেনা। সরকার আসবে। সরকার যাবে। এইভাবে কতদিন বিভাজিত করে রাখা হবে মতুয়াদের?” এখানেই থামেননি বিজেপি সাংসদ। মতুয়াদের এক হয়ে নিজেদের অধিকার বুঝে নিতে বলেছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এইদিন শান্তনুবাবু বলেন,পূর্ব পাকিস্তান তৈরির আগে থেকে ভারতে আছেন মতুয়ারা। ভারতীয় হিসেবে থাকতে চান তারা। দেশ ভাগের সময় দুই ব্যক্তির সিদ্ধান্তের নীচে চাপা পড়েছিলেন তারা। কেউ তাদের মত নেয়নি। পূর্ব পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে এই দেশে তারপর আসেন মতুয়ারা। এসে বঞ্চিত হন। এইদিন নেতা জানান যে মতুয়াদের অধিকার নিয়ে লড়তেই এই ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ হয়ে মতুয়াদের সমস্যা মেটাবেন তিনি। বাস্তবে পার্লামেন্ট থেকে আইন পাশ হলেও। সেই আইন লাগু করা হয়নি। সেই বিষয়েই এই দিন চটেছেন মতুয়াদের প্রতিনিধি সাংসদ শান্তনু ঠাকুর।

এইদিন কোনও রাজনৈতিক দলের নাম না করেই শান্তনু বাক্যবাণ ছোঁড়েন বর্ণবাদের বিরুদ্ধে। ক্ষোভের সাথে এইদিন তিনি বলেন,”বর্ণবাদকে মেনে চলার জন্যই তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ” মতুয়াদের তিনি নিজের মতো করে ভাবতেও বলেছেন এইদিন।

About Author