Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্ত্রী কোয়েলের সঙ্গে সেলফি তুললেন অরিজিৎ সিং, ভাইরাল ছবি

সম্প্রতি বলিউডের মিউজিক ডিরেক্টর ও গায়ক অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রী কোয়েলের সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন। অরিজিৎ ও কোয়েলের সেলফি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। অন্যান্য সময় কাজের…

Avatar

সম্প্রতি বলিউডের মিউজিক ডিরেক্টর ও গায়ক অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রী কোয়েলের সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন। অরিজিৎ ও কোয়েলের সেলফি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। অন্যান্য সময় কাজের ব্যস্ততার জন্য অরিজিৎ কোয়েলের সঙ্গে মুম্বই-এর বাইরে ছুটি কাটাতে যেতে পারেন না। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে অরিজিৎ-এর হাতেও কাজের সংখ্যা কম রয়েছে। ফলে শীতকালে বরফের দেশে সময় কাটানোই পছন্দ করে নিলেন অরিজিৎ ও কোয়েল।

অরিজিৎ সিং সোনি টিভির জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয় হন। এই শোয়ে অংশগ্রহণ করার সময় তাঁর গার্লফ্রেন্ড ছিলেন কোয়েল। শো শেষ হওয়ার পর অরিজিৎকে মুম্বই-এর মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক সংঘর্ষ করতে হয়। সেই সময় কোয়েলের অন্যত্র বিয়ে হয়ে যায়। এদিকে অরিজিৎ রিয়েলিটি শোয়ের একজন উঠতি সিঙ্গারকে বিয়ে করেন। কিন্তু অরিজিৎ যখন তাঁর দেশের বাড়িতে আসতেন, তখন চুপিসারে তিনি ও কোয়েল দেখা করতেন। তাঁদের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক তৈরী হয়। অপরদিকে কোয়েল ও তাঁর স্বামীর একটি কন্যাসন্তান ছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পরবর্তীকালে অরিজিৎ ও কোয়েলের সম্পর্কের কথা জানতে পেরে অরিজিৎ-এর স্ত্রী বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। এই মামলার শুনানির সময় বহরমপুর আদালতে এক চিত্রসাংবাদিককে মারধোরের ঘটনায় জড়িয়ে পড়েন অরিজিৎ। পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে জামিনে মুক্ত হন অরিজিৎ। অরিজিৎ-এর বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর কোয়েলের সঙ্গে তাঁর স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর 2014 সালের জানুয়ারি মাসে পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে তারাপীঠ মন্দিরে বিয়ে করেন অরিজিৎ ও কোয়েল। কোয়েলের মেয়েকে দত্তক নেন অরিজিৎ।

2011 সালে বলিউড ফিল্ম ‘মার্ডার 2’ -এর মাধ্যমে অরিজিৎ সিং-এর মিউজিক কেরিয়ার শুরু হয়। অরিজিৎ-এর কন্ঠে ‘ফির মহব্বত’ গানটি জনপ্রিয় হয়। 2013 সালে ‘আশিকি 2’ ফিল্মে অরিজিৎ-এর কন্ঠে ‘তুম হি হো’ গানটি অরিজিৎ-কে এনে দেয় স্টারডম। এই মুহূর্তে বলিউডের অন্যতম প্রতিভাবান মিউজিক ডিরেক্টর ও গায়কের নামের তালিকায় সর্বাগ্রে রয়েছেন অরিজিৎ সিং।

About Author