Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পালন হল শুভেন্দুর অরাজনৈতিক সভা, বললেন,”জনগণই শেষ কথা”

মন্ত্রিত্ব ছাড়ার পর থেকে শুভেন্দুকে নিয়ে বেড়ে চলেছে জল্পনা। তৃণমূল অথবা বিধায়ক পদ এখনও ছাড়েননি তিনি। তবে তার আরজনৈতিক অবস্থানটা যে ঠিক কি তা সম্পর্কে কাটেনি ধোঁয়াশা। তার দিকে চেয়ে…

Avatar

মন্ত্রিত্ব ছাড়ার পর থেকে শুভেন্দুকে নিয়ে বেড়ে চলেছে জল্পনা। তৃণমূল অথবা বিধায়ক পদ এখনও ছাড়েননি তিনি। তবে তার আরজনৈতিক অবস্থানটা যে ঠিক কি তা সম্পর্কে কাটেনি ধোঁয়াশা। তার দিকে চেয়ে আছেন রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে সমস্ত দল। অনেকেই ভেবেছিলেন এইদিনের মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি প্রাঙ্গণে আয়োজিত অরাজনৈতিক সভায় শুভেন্দু উগরে দেবেন দলের বিরুদ্ধে তার সমস্ত ক্ষোভ। কিন্তু এমনটা এই দিন দেখা যায়নি। অরাজনৈতিক সভায় শুভেন্দু লাগতে দেননি রাজনীতির কোনও রঙই।

এইদিন প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ কুমার বড়ালের স্মরণসভার আয়োজন করা হয়েছিল মেদিনীপুরের মহিষাদলে। সেখানে সংগঠনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা শুভেন্দু অধিকারী। তিনি আসার আগে প্রাঙ্গণে দেখা যায় তার অনুগামীদের। সাদা টি-শার্ট পড়ে ‘দাদা’র বিশাল ব্যানার হাতে নিয়ে প্রবেশ করেন তারা। তারপর সভাস্থলে পৌঁছান শুভেন্দু অধিকারী। এইদিন সভায় প্রথমে তিনি কথা বলেন স্বাধীনতা সংগ্রামে পূর্ব মেদিনীপুরের অবদান সম্পর্কে। তারপর তিনি বলেন,”সমস্ত অবস্থাতেই আমাদের কাছে শেষ কথা জনগণ। সংবিধান থেকে আমরা এই অধিকার পেয়েছি। আমি আমার দায়বদ্ধতা পালনে কাজ করে যাব তাদের জন্য।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাংলার জন্য, এখানকার মানুষের একজন সেবক হিসেবে কাজ করতে চান শুভেন্দু। সভায় এমনটাই প্রতিশ্রুতি দেন জননেতা শুভেন্দু অধিকারী। এছাড়া এইদিন তিনি কথা বলেন বঙ্গসন্তান তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর। এছাড়া আলোচনা করেন স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে। তারপর সভা থেকে তার পরবর্তী কর্মসূচিগুলির কথা ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন,আগামী ৩রা ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন করবেন তিনি। ১৫ তারিখ সর্বাধিনায়কের জন্মদিন পালন করবেন তিনি এবং তার অনুগামীরা। প্রতি বছরের মতো এই দিনগুলি পালন করবেন শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীরা। তিনি বলেন, জনতাকে নিয়ে পালন করা হবে এই দিনগুলি।

তারপরেই জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে তিনি তিনটি শব্দ তাৎপর্যপূর্ণ বলে কিছু কথা বলতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন,” আমি থাকব রাস্তায়’। এই তিনটি কথাকে অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে শুভেন্দু এর মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে তিনি এত সহজে পথ ছাড়বেন না সেই ব্যাপারে।

About Author
news-solid আরও পড়ুন