Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জামাইকে AK-47 উপহার দিলেন শাশুড়ি, ভাইরাল ভিডিও

পৃথিবীর প্রতিটি দেশের মানুষ অভিনব গিফট দিতে এবং নিতে পছন্দ করেন। কিন্তু তাই বলে অস্ত্র উপহার দেওয়া বোধ হয় মানুষের চিন্তার বাইরে। সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন একজন নেটিজেন।…

Avatar

পৃথিবীর প্রতিটি দেশের মানুষ অভিনব গিফট দিতে এবং নিতে পছন্দ করেন। কিন্তু তাই বলে অস্ত্র উপহার দেওয়া বোধ হয় মানুষের চিন্তার বাইরে। সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন একজন নেটিজেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে বিয়েতে জামাইকে Ak-47 রাইফেল উপহার দিচ্ছেন শাশুড়ি। এই অদ্ভুত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা যাচ্ছে রাইফেল উপহার পেয়ে রীতিমত চমকে গেছেন জামাই। তবে শাশুড়ির তাতে কোনো হেলদোল নেই। তিনি জামাইকে রাইফেল উপহার দিয়ে কপালে চুম্বন করে আশীর্বাদ করেছেন।শাশুড়ি অবশ্য আশীর্বাদ করে জামাইকে রাইফেল চালানোর শক্তি দেওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছেন কিনা তা জানা যায়নি। এরপর জামাই দ্বিতীয় বার ওই বাড়িতে এসেছিলেন কিনা তাও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড় উঠেছে। অনেকেই বলেছেন, জামাইকে এইধরনের উপহার দিয়ে শাশুড়ি জঙ্গিদের উত্থানকে প্রশ্রয় দিয়েছেন।এর আগে প্রয়াত লেখিকা সুস্মিতা বন্দ‍্যোপাধ‍্যায় তাঁর লেখা আত্মজীবনী ‘কাবুলিওয়ালার বাঙালি বউ’ বইতে জানিয়েছিলেন আফগানিস্তানে বিয়ে হলে বা বাড়িতে নতুন বউ এলে শূন্যে গুলি ছুঁড়ে আনন্দ করার রীতি রয়েছে। তবে এই রীতি তৈরী হয়েছিল তালিবান আমলে। কারণ তালিবান নিয়মের কারণে দেশের বাজারে আতসবাজির বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কারণে পরবর্তীকালে বন্দুকের গুলি ছুঁড়ে আনন্দ করার রীতি তৈরী হয়েছিল। কিন্তু এর ফলে আচমকা গুলি লেগে সুস্মিতার আফগানিস্তানের শ্বশুরবাড়ির এক আত্মীয় মারা গিয়েছিলেন।
About Author