Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিতাবাঘের কবলে ১০ বছরের বালক, গ্রামবাসীদের চেষ্টাতেও বাঁচানো গেল না তাকে

মুম্বই: মঙ্গলবার গাজিয়াবাদের একটি জায়গায় প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল চিতাবাঘ। রাস্তার মধ্যে থাকা সিসিটিভির ফুটেজ কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এবার ১০ বছরের একটি ছেলেকে আস্ত খেয়ে ফেলল…

Avatar

মুম্বই: মঙ্গলবার গাজিয়াবাদের একটি জায়গায় প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল চিতাবাঘ। রাস্তার মধ্যে থাকা সিসিটিভির ফুটেজ কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এবার ১০ বছরের একটি ছেলেকে আস্ত খেয়ে ফেলল একটি চিতাবাঘ। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বিড় জেলার কিনাহি গ্রামে। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, খামারবাড়িতে স্বরাজ ভাপকর নামে ওই বালক তার কাকার সঙ্গে কাজ করতে গিয়েছিল। তখনই চিতাবাঘের আক্রমণের মুখে পড়ে সে। তাকে টেনে নিয়ে চলে যায় চিতাবাঘ। এ ঘটনায় সজাগ হয়ে ওঠে গ্রামবাসী। তাকে বাঁচানোর জন্য ছুটে গেলে তারা দেখে কিছুটা দূরে স্বরাজের মৃতদেহ পড়ে রয়েছে। যেই মৃতদেহ দেখে বোঝার উপায় নেই যে, ওটা ছটফটে স্বরাজের মৃতদেহ। কার্যত চিতাবাঘ খুবলে খেয়ে নিয়েছে ওকে। গোটা ঘটনায় গ্রামের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঘটনাস্থলে পুলিশ ও বন দফতরের কর্মীরা এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে পাশের গ্রামেও একইভাবে হানা দিয়েছিল চিতাবাঘ। কিন্তু খুব আশ্চর্যের বিষয় হল, বন দফতরের কর্মীরা আসলেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ওই গ্রামের মানুষজন।

About Author