Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হট অবতারে অনন্যা পান্ডের বোন, ফাঁস হল বয়ফ্রেন্ডের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়া সেনশেসন অলন‍্যা পান্ডের সঙ্গে তাঁর বয়ফ্রেন্ড আইভরি ম্যাকক্রেভির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হলো নেট দুনিয়ায়। অলন‍্যা নিজেই নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে আইভরির সঙ্গে লিপলক কিসের মুহূর্তের ছবি শেয়ার…

Avatar

সম্প্রতি সোশ্যাল মিডিয়া সেনশেসন অলন‍্যা পান্ডের সঙ্গে তাঁর বয়ফ্রেন্ড আইভরি ম্যাকক্রেভির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হলো নেট দুনিয়ায়। অলন‍্যা নিজেই নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে আইভরির সঙ্গে লিপলক কিসের মুহূর্তের ছবি শেয়ার করেছেন। এই ছবিতে কমেন্ট করে তাঁর মা ডিয়ানে পান্ডে লিখেছেন, ভগবান যেন অলন‍্যাকে আশীর্বাদ করেন। তার সঙ্গেই ডিয়ানে পোস্ট করেছেন হাত জোড় করা ইমোজি। প্রত্যুত্তরে অলন‍্যা মা-কে অনেক ভালোবাসা জানিয়েছেন। এই ছবিতে আইভরি পরে রয়েছেন সাদা রঙের বাথরোব এবং অলন‍্যার পরনে রয়েছে সাদা অন্তর্বাস। অলন‍্যা সম্পর্কে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের তুতো বোন।

কিছুদিন আগেই কলোরাডোর একটি রিসর্টে অলন‍্যার অন্তর্বাস পরা আরেকটি ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতেও অলন‍্যার সঙ্গে ছিলেন আইভরি। ছবিতে আইভরি টপলেস হলেও তাঁর পরনে ছিল ট্রাউজার্স। এছাড়া অলন‍্যা প্রায়ই বিকিনিতে নিজের বোল্ড ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল হন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অলন‍্যা ও তাঁর বয়ফ্রেন্ড আইভরি দুজনেই নামী সোশ্যাল ইনফ্লুয়েন্সার। এছাড়া তাঁরা দুজনেই ভ্রমণপিপাসু। তাঁদের এই নেশাকে তাঁরা এই মুহূর্তে পেশায় পরিণত করেছেন। ইউটিউবে অলন‍্যা ও আইভরির ট্র‍্যাভেল ভ্লগ চ্যানেল রয়েছে। অলন‍্যা ও আইভরি দুজনেই পেশাদার ট্র‍্যাভেল ভ্লগার।

About Author